মোস্তাফা আহমেদ মজুমদার, হাইলাকান্দি : করিমগঞ্জে দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করতে কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন কলিয়াবরের সাংসদ গৌরব গগৈ।
বুধবার মনাছড়ায় কংগ্রেসের কর্মী সম্মেলনে গগৈ বলেন, বিজেপি সামন থেকে আর এআইইউডিএফ পেছন দিক থেকে মারে।
তিনি বিধায়ক কমলাক্ষ এবং প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমদকে নাম নিয়েই আক্রমণ করেন।
বলেন কংগ্রেস কোন বিধায়ক বা কোন প্রাক্তন মন্ত্রীর দল নয়, কংগ্রেস বহু ঘাত প্রতিঘাত মোকাবেলা করে হাতের প্রতীক নিয়ে জনস্বার্থে কাজ করে যাচ্ছে।
কংগ্রেসে অনেক ছিলেন এবং অনেক চলে গেছেন, উপরে আল্লাহ আছেন কেউ কংগ্রেসের কোন ক্ষতি করতে পারবে না।
কংগ্রেসীদের শরীরে প্রয়াত তরুণ গগৈর রক্ত রয়েছে।
হাইলাকান্দি মনাছড়ার গোদামঘাট তিমাথায় জেলা ও লালা ব্লক কংগ্রেস আয়োজিত কর্মী সম্মেলনে এভাবেই মন্তব্য করেন কলিয়াবরের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ।
তিনি তাঁর প্রয়াত পিতা প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর কথা স্বরণ করে বলেন, তাঁর বরাকের মানুষের সঙ্গে যে ভালোবাসা এবং সুসম্পর্ক ছিল তা চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি কংগ্রেস থেকে গোটা অসমে সঠিক নেতৃত্ব দিয়ে গেছেন, কোনদিন বরাক উপত্যকার সঙ্গে বৈষম্য করেননি।
বরাক-ব্রম্মপুত্রে সমহারে উন্নয়ন মূলক কাজ করে গেছেন তরুণ গগৈ, মৃত্যুর আগ পর্যন্ত গোটা অসমকে তিনি সমান চোখে দেখেছেন।
সাংসদ গৌরব গগৈ এদিন কর্মী সম্মেলনে করিমগঞ্জ লোকসভা আসনে দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করতে কর্মী সমর্থকদেরকে ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানান।
দেশের শান্তি সম্প্রীতি ও প্রগতির লক্ষ্যে কংগ্রেসের বিকল্প নেই বলে জানান তিনি।
এদিন টান্টুর প্রয়াত ছাহেবজাদা আব্দুল মুক্তাদির চৌধুরীকে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্তিপত্র তুলে দেন সাংসদ গৌরব।
জেলা কংগ্রেস সভাপতি সামস উদ্দিন বড়লস্কর বলেন, এআইইউডিএফ নেতারা বলেছেন কংগ্রেস নেতৃত্বহীন, বিধায়কও নেই।
এই নেতা বিহীন অবস্থায় কংগ্রেস জয়লাভ করবে বলে তিনি আশাবাদী বলে জানান।
তিনি বলেন, কংগ্রেসের পরিবার কেন্দ্রীক রাজনীতি শেষ, বরাক কংগ্রেসে আগে নেতৃত্ব দিয়েছেন দেব পরিবার, রায় পরিবার এবং মজুমদার পরিবারের লোকেরা।
বক্তব্য রাখেন, প্রাক্তন বিধায়ক হাজি সেলিম উদ্দিন বড়ভূইয়া, করিমগঞ্জ লোকসভা আসনের আহ্বায়ক স্বপন কুমার মণ্ডল, কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান সালমান খান।
কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন করিমগঞ্জ লোকসভা আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরী, আইনজীবী আব্দুস সবুর তাপাদার, অসমের প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নজমুদ্দিন, প্রদেশ কংগ্রেসের নেতা আমিনুর রশিদ চৌধুরী, প্রাক্তন সিসিএফ ড০ সলমন উদ্দিন চৌধুরী, করিমগঞ্জ জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আহাদ তালুকদার, ওয়াহিদুজ্জামান লস্কর, প্রদেশ কংগ্রেসের মহিলা সেলের সম্পাদিকা নবিনা মজুমদার, শিলচর জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনসার হোসেন বড়লস্কর, এপিসিসির সদস্য ইসহাক আলী বড়ভূইয়া, হিরালাল দত্ত পুরকায়স্থ, আনাম উদ্দিন লস্কর, লালা ব্লক কংগ্রেস সভাপতি নুরুল হুদা চৌধুরী, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর, লিগেল সেলের চেয়ারম্যান ডালিম উদ্দিন লস্কর, কৃষাণ সেলের চেয়ারম্যান শহিদুল আলম মজুমদার, মহিলানেত্রী মাধবী শর্মা, কোষাধ্যক্ষ সাগির আহমদ লস্কর, সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব, আব্বাস উদ্দিন লস্কর সহ হাইলাকান্দি জেলা কংগ্রেসের বিভিন্ন শাখা ও সেলের পদাধিকারীরা। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মিতুজজামান লস্কর।