করিমগঞ্জ, ১৩ নভেম্বর : জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে করিমগঞ্জ শহর খণ্ডের প্রাথমিক শিক্ষক সম্মিলনী আয়োজিত ৬৫৪ নং বিবেকানন্দ বিদ্যানিকেতনে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এক অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিদ্যালয়ের স্বামী বিবেকানন্দ প্রতিমূর্তিতে পুষ্পাঞ্জলি, মাল্যদান ও স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
বিবেকানন্দ বিদ্যানিকেতন-এর সহ-শিক্ষিকা নিপ্পি দাস কর্তৃক উদ্বোধন সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক অভিজিৎ রায়ের সভাপতিত্বে শহর খণ্ডের অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়ের চারজন কৃতি শিক্ষক-শিক্ষিকা ক্রমে আব্দুল হামিদ, সুব্রত চন্দ, কাবেরী দাস, দীপালী দাসকে অভিনন্দন পত্র, সরাই, উত্তরীয় ইত্যাদি দিয়ে বরন করা হয়।
তাতে উপস্থিত ছিলেন শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক বিপুল দাস, দক্ষিণ করিমগঞ্জ ও বদরপুর প্রাথমিক শিক্ষাখণ্ড আধিকারিক যথাক্রমে নন্দিনী মুখার্জি, অধীর দাস, করিমগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর উপদেষ্টা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান সহ অন্যান্য কর্মকর্তা, শহর খণ্ডের সম্পাদক জ্যোর্তিময় দাস প্রমুখ।