আগরতলা, ১৯ নভেম্বর : ত্রিপুরার খোয়াই এবং উনাকোটি জেলায় দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরমধ্যে বুধবার খোয়াই জেলায় নিজের ৭ বছর বয়সী নাতিকে ধর্ষণের অভিযোগে ৮৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ত্রিপুরা পুলিশ।
নাবালিকার মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
অন্য একটি ঘটনায় উনাকোটি জেলার পেচারথলে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণ, ধর্ষণ ও বিয়ে করার অভিযোগে ১৮ বছর বয়সী এক ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার নাবালিকা মেয়ের বাবার অভিযোগের ভিত্তিতে ছেলেটিকে গ্রেফতার করা হয়।
পুলিশ তার উপর অপহরণ, ধর্ষণ, যৌন নিপীড়ন, বাল্যবিবাহ প্ররোচনাসহ একাধিক ধারায় মামলা নতিভুক্ত করেছে।
উভয় অভিযুক্তকে ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে। পুলিশের সহকারী মহাপরিদর্শক জ্যোতিষ্মান দাস চৌধুরী জানিয়েছেন, এই মামলাগুলির তদন্ত চলছে।
এর আগে ১২ নভেম্বর ধলাই জেলার কমালপুরে আড়াই বছরের প্রতিবেশী মেয়েকে ধর্ষণের অভিযোগে ৬৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
গত মাসে ত্রিপুরায় নাবালিকা মেয়ে গণধর্ষণের ঘটনায় দুটি মামলা নতিভুক্ত করা হয়েছে। উনাকোটি জেলার কুমারঘাটে একটি ১৬ বছর বয়সী একটি মেয়েকে গণধর্ষণ করা হয় এবং খোয়াই জেলার কল্যাণপুরে ১৩ বছর বয়সী মেয়েকে গণধর্ষণের অভিযোগে মামলা নথিভুক্ত করা হয়েছে।