মোস্তাফা আহমেদ মজুমদার, হাইলাকান্দি : সংবর্ধনায় ভাসছেন অসম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হাইলাকান্দির বিলায়েত হোসেন মজুমদার।
এজেএস পরীক্ষায় উত্তীর্ণ বিলায়েতকে সংবর্ধনা জানিয়েছে বিভিন্ন দল সংগঠন।
শুক্রবার কংগ্রেসের ছাত্র শাখা এনএস ইউআই-এর রাজ্যিক সম্পাদক মজমুল ইসলাম লস্কর বিলায়েতের বাড়ীতে গিয়ে তাঁকে ফুলের তোড়া ও অসমীয়া গামছা দিয়ে সংবর্ধনা জানান।
হাইলাকান্দি শহরের বাসিন্দা তুতা মিয়া মজুমদার ও শিক্ষিকা রৌসনারা বেগম বড়ভূইয়ার পুত্র বিলায়েত শৈশব থেকেই মেধার পরিচয় দিয়ে সাফল্যের সিঁড়ি অতিক্রম করে আসছেন।
২০১৬ সালে বিএ, এলএলবি অনার্স-এ গোল্ডমেডেলিষ্ট খ্যাতি অর্জন করেছেন।
২০১৮ সালে এলএলএম পরীক্ষায় সিলভার মেডেল পেয়ে ২০২৩ সালে আসাম ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
এবারের আইনের চূড়ান্ত পরীক্ষায় অসম জুডিশিয়াল সার্ভিস (এজেএস) পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে সফলতার নজির সৃষ্টি করলেন হাইলাকান্দি জেলার কৃতি সন্তান বিলায়েত হোসেন মজুমদার।
গত বুধবার অসম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার ফলাফলে এই সফলতা অর্জন করেন বিলায়েত।
তাঁর এই সাফল্যে গোটা জেলাজুড়ে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।
বিভিন্ন মহল থেকে তাঁর বাড়িতে গিয়ে মানুষ সংবর্ধনা জানাচ্ছেন।
বিলায়েত আগামী কিছুদিনের মধ্যেই বিচারপতি হিসেবে কর্মজীবন শুরু করবেন বলে আশা করা হচ্ছে।