নাগরিকত্ব সংশোধনী আইন বিজেপি ভোটব্যাঙ্কের জন্য করেছে : রাজেশ শর্মা

Spread the love

মিঠুন বড়ুয়া, মার্গেরিটা : নাগরিকত্ব সংশোধনী আইনের তীব্র বিরোধিতা করল আম আদমী পাৰ্টি।

দলের উত্তর-পূৰ্বাঞ্চল সমন্বয়ক রাজেশ শর্মা ডিব্রুগড় লোকসভার প্রার্থী মনোজ ধানোয়ারের প্রচারে মার্গেরিটায় বলেন, বিজেপি ভারতীয়দের মূর্খ ভাবছে।

তিনি বলেন, আম আদমী পাৰ্টি এই আইনের বিরোধিতা করে আসছে এবং আগামিতেও করবে।  

কারন নাগরিকত্ব সংশোধনী এই আইন অসম তথা ভারতবর্ষে বসবাস করা লোকদের জন্য কোন লাভ দায়ক নয়, কেবল ভোট ব্যাংকের জন্য করা হয়েছে।

শর্মা অভিযোগ করে বলেন, ২৪ মার্চ, ১৯৭১ সালে স্বাক্ষরিত চুক্তিকে পদদলিত করে বিজেপি নেতৃত্বাধীন সরকার জোরপূর্বক এই আইন বলবৎ করেছে।  

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token