অয়াহিদুর রহমান, কলিয়াবর : শুক্রবার রাতে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের বুঢ়াপাহাড় বনাঞ্চলে ১২ বছরের একটি গণ্ডারের মৃত্যু হয়।
কিন্তু সাংবাদিকদের একটি দল ঘটনা স্থল পরিদর্শন করতে চাইলে জাতীয় উদ্যান কর্তৃপক্ষ অনুমতি দেয়নি।
যদিও ঘটনা স্থল পরিদর্শন করেন নগাও জেলা পুলিশ প্রধান স্বপ্ননীল ডেকা, রাষ্ট্রীয় উদ্যান সঞ্চালক সোনালি ঘোষ সহ বনকর্মীরা।
উল্লাখ্য যে, শনিবার সকালে বুধপাহাড় বনাঞ্চলের টুনিকাটি ফরেস্ট ক্যাম্প এলাকায় একটি গণ্ডারের লাশ পাওয়া যায়।
সকালে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে ঘুরতে আসা পর্যটকরা গণ্ডারের মৃতদেহ দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেন।
এরপরই ঘটনা স্থালে পৌঁছেন বন বিভাগের কর্মী এবং পুলিশ।
জাতীয় উদ্যান সঞ্চালক সোনালি ঘোষ জানান, ২৪ ঘন্টা আগে অন্য একটি গণ্ডারের সাথে লড়াই করার পর মারা যায় এই গণ্ডারটি।
প্রাথমিকভাবে চোরা শিকারীরা গণ্ডারটিকে হত্যা করেছে সন্দেহ করলেও পরে বন বিভাগের তদন্ত ও পর্যবেক্ষণে সত্যতা বেরিয়ে আসে।
গণ্ডারটি অন্য একটি গণ্ডারের সঙ্গে লড়াই করে মারা যায়। গণ্ডারের খড়গ অক্ষত রয়েছে বলে জানিয়েছেন জাতীয় উদ্যানের পরিচালক সোনালী ঘোষ।
পুলিশও বিষয়টির তন্ন তন্ন করে তদন্ত করে এব্যাপারে নিশ্চিত হয়েছে জানিয়েছেন পুলিশ সুপার স্বপনীল ডেকা। বিশ্বের ঐতিহ্যবাহী কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে অমুল্য সম্পদ তথা বিশ্ব এবং এশিয়ার গৌরব গণ্ডারের মৃত্যুতে দুঃখিত প্ৰকৃতিপ্ৰেমী তথা উদ্যান কৰ্তৃপক্ষ।