হাইলাকান্দি প্রতিনিধির রিপোর্ট : হাইলাকান্দি কংগ্রেস ভবনে সংঘটিত উত্তেজনার চব্বিশ ঘণ্টার মধ্যে এপিসিসি তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার জন্য পাঠাল প্রতিনিধি।
প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এপিসিসির লিগ্যাল সেলের উপসভাপতি আইনজীবী আব্দুস সবুর তাপাদারকে তড়িঘড়ি হাইলাকান্দিতে পাঠিয়েছেন।
শুক্রবার দুপুর দুটার দিকে হাইলাকান্দি কংগ্রেস ভবনে তিনি উপস্থিত হয়ে জেলা কংগ্রেস কমিটি ও যুব কংগ্রেস কমিটির সঙ্গে পৃথক পৃথক ভাবে আলোচনায় মিলিত হয়েছেন।
পরে হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি সামস উদ্দিন বড়লস্কর এপিসিসি প্রতিনিধি তাপাদারকে সংবাদ মাধ্যমে বৃহস্পতিবারের ঘটনার প্রতিক্রিয়া জানান।
জেলা কংগ্রেস সভাপতি এই ঘটনার পেছনে কমলাক্ষ দে পুরকায়স্থ ও সিদ্দেক আহমদে দিকে অভিযোগের তীর তাক করেন।
তিনি বলেন, দুজন কংগ্রেস দল থেকে বিধায়ক নির্বাচিত হয়ে বর্তমানে বিজেপি থেকে কংগ্রেসের দিকে ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করছেন।
তবে এবার তাদের ক্ষেপনাস্ত্র বুমেরাং হবে বলে দৃঢ়তার সঙ্গে জানান।
তিনি বলেন, জনগণ সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস দলে্কে ভোট দিতে, তাই কোন নেতা বা দলের কুচক্রান্ত এবার কাজে আসবে না।
সেই সঙ্গে দলের অনুশাসন ভঙ্গকারীদের বিরুদ্ধে এপিসিসি বিহিত ব্যবস্থা গ্ৰহণ করবে বলেও তিনি শাসানি দেন।
জেলা কংগ্রেস সভাপতি সামস উদ্দিন বলেন যে, করিমগঞ্জ আসনে এবার কংগ্রেস দলের মনোনীত প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী একা নন, সব টিকিট প্রত্যাশীরা সাথে রয়েছেন।
বিজেপি এবং এআইইউডিএফের কোন চক্রান্ত কাজে আসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি সামস উদ্দিন বড়লস্কর।