অয়াহিদুর রহমান, কলিয়াবর : আনন্দ উল্লাসে পরিণত হল কলিয়াবরের শঙ্কর-মাধব সমন্বয় ক্ষেত্ৰ। হরি বন্দনায় মুখরিত হয়ে উঠেছে আকাশ- বাতাস।
হাটবার হাজারের উদ্যোগে অনুষ্ঠিত হাজারী ভাওনা উৎসব ২০২৪ উপলক্ষে ভক্তপ্রান মানুষের সমাগমে উল্লসিত হয়ে উঠেছে ক্ষেত্ৰ ৷
পরম্পরাগত সনাতন রীতিনীতি মেনে রবিবার রাতে চারটি শ্রেণিতে একযোগে চারটি ভাওনা অনুষ্ঠিত হয়।
উত্তর কলিয়াবরের হাজারে ‘জরাসন্ধ বধ’ চতিয়াল হাজারে ‘সুকর্ণ রাজার পুত্র লাভ’ হাটবর হাজারে শ্রীমন্ত শঙ্করদেবের অমর সৃষ্টি ‘রামবিজয় এবং একশরন ভাগবতী সমাজ’, কলিয়াবরে ‘সীতা হরণ-বালি বধ’ ভাওনা প্রদর্শন করা হয়।