জুলি দাস
করিমগঞ্জ, ২৫ মার্চ : করিমগঞ্জ রাধা মদনমোহন জিউর মন্দিরে পরিচালন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রাক্তন উপ-সভাপতি যোগব্রত রায়ের মৃত্যুতে শোক সভা।
সভায় প্রয়াত যোগব্রত রায়ের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মন্দির কমিটির সভাপতি শ্যামল রায়, সম্পাদক গৌতম দাস, উপ-সভাপতি জগদীশচন্দ্র বণিক, সুশীল কংশবণিক, বিষ্ণুপদ নাগ।
বক্তারা যোগব্রত রায়ের মদনমোহন মন্দির উন্নয়নের কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বলেন, যোগব্রত রায় ছিলেন একজন শিক্ষক, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সাংস্কৃতিক সম্মেলন, লোক সাংস্কৃতিক মঞ্চ, রেডক্রস সোসাইটি, জেলা ক্রীড়া সংস্থা সহ বহু সংগঠনের সঙ্গে যুক্ত।
স্মৃতিচারণ করে বক্তারা প্রয়াতের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সভার শেষ পর্যায়ে এক মিনিট নীরবতা পালন করে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনায় মদনমোহন জিউর নিকট প্রার্থনা করা হয়। এদিনই শোকপ্রস্তাবের প্রতিলিপি প্রয়াতের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।