গণআওয়াজ প্রতিনিধি, ধলাই : জঙ্গল থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে রহস্যজনকভাবে এলেনপুর-দরগাকোনার জঙ্গলে নিখোঁজ হলেন এক ব্যক্তি।
জানাগেছে, নিখোঁজ নাম নির্মল পাশি। নির্মল পাশি দার্বি জিপির বিলানি গ্রামের বাদিন্দা।
ঘটনার ন’দিন পেরিয়ে গেলেও এখনও তার কোন খোঁজখবর মিলছে না।
বছর পঞ্চান্নের এই ব্যক্তির এভাবে অন্তর্ধানের ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে।
গত ২৪ মার্চ মধ্য ধলাই-এর দার্বি চা বাগান সংলগ্ন এলেনপুর-দরগাকোনার জঙ্গলে তিনি জালানি কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন।
দার্বি জিপির প্রাক্তন সভানেত্রীর স্বামী নানকা পাসি সোমবার ধলাই থানায় নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন।
মামলার বয়ান অনুসারে, এদিন দুপুর দেড়টা নাগাদ তার ছোট ভাই নির্মল পাশি এলেনপুর-দরগাকোনার জঙ্গলে গিয়েছিলেন জ্বালানি কাঠ সংগ্রহ করতে।
কিন্তু এরপর থেকে তার আর কোনও খোঁজখবর পাওয়া যাচ্ছে না।
প্রাক্তন জিপি সভানেত্রী মতি পাশি বলেন, ঘটনার পর থেকে তারা দল বেঁধে এলেনপুর-দরগাকোনার জঙ্গলে বার বার তাল্লাসি অভিযান চালিয়েছেন।
কিন্তু কোথাও খোঁজ মিলেনি নির্মল পাশির।
এদিকে স্বামী নির্মল পাশির রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় প্রচন্ড মুসড়ে পড়েছেন স্ত্রী সুগিয়া পাশি। ধলাই পুলিশ মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করলেও সংবাদ লেখা পর্যন্ত নির্মল পাশির উদ্ধারের কোনও খবর পাওয়া যায়নি।