শিলচর, ১২ জানুয়ারি : শিলচর সমবায় সমিতি কার্যালয়ের এআরসিএস পদ নিয়ে সম্প্রতি সঞ্জয় কুমার বর্মন ও গৌতম রায় নামের দুই শীর্ষ আধিকারিকের মধ্যে তীব্র বিরোধ চলছে।
একটি পদের জন্য দফায় দফায় দু জনকে নিযুক্তি দেওয়ায় তীব্র ঝঞ্ঝাটের সৃষ্টি হয়েছে।
বিষয়টি গড়িয়েছে গৌহাটি হাইকোর্ট পর্যন্ত।
এদিকে জোনাল জয়েন্ট রেজিষ্টার সমবায় কার্যালয়ের ধনঞ্জয় দাস, উৎপল বিজয় ডেকা এবং সিদ্ধার্থ দত্তকে অভিযুক্ত করে মঙ্গলবার সিনিয়র কোপারেটিভ ইন্সপেক্টর সঞ্জয় বর্মন শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
সিনিয়র কোপারেটিভ ইন্সপেক্টর সঞ্জয় বর্মন জানিয়েছেন, উক্ত তিন ব্যক্তি তাকে অকখ্য ভাষায় গালাগালি সহ অপদস্ত করেছেন এবং মানসম্মানের হানি করেছেন। বুধবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন করে সঞ্জয় বলেন ঘটনা নিয়ে প্রশাসনের কাছে তিনি ন্যায়বিচারের দাবী করেছেন।