করিমগঞ্জে কৃপানাথ মালাকে ভোট দেওয়ার আহবান জানালো জনতার আওয়াজ এনজিও

Spread the love

আব্দুর রহমান, বিনোদিনীবাজার : লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সাথে সাথে রাজনৈতিক চর্চাও চলছে জোরকদমে।

করিমগঞ্জ লোকসভা আসন সংরক্ষণ মুক্ত হতেই বিভিন্ন দলের প্রার্থীত্বরা রমজান মাসকে তোয়াক্কা না করে দিন-রাত এক করে জনগণের দোয়ারে দোয়ারে ঘুরে বেড়াচ্ছেন।

কংগ্রেস, বিজেপি, এআইইউএফ দলের প্রার্থীরা নিজেদের জয় সুনিশ্চিত করতে চেষ্টার কোন ত্রুটি রাখতে নারাজ।

সম্প্রতি ডিলিমিটিশনের ফলে প্রায় দুই লক্ষ মুসলিম ভোট বেশি হওয়ায় সংখালুগুদের দলে টানতে বিভিন্ন পন্তা অবলম্বন করছেন বিজেপির প্রার্থী কৃপানাথ মালাহ।

মুসলিম এলাকা পরিদর্শন করার পাশাপাশি মুসলমানদের সঙ্গে মতবিনিময়ও করছেন তিনি।

আজ নিলামবাজার লালপুল এলাকার জনতার আওয়াজ এনজিওর কার্যালয় উপস্থিত হয়ে জনগণের সঙ্গে বতর্মান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দীর্ঘ আলোচনা করেন কৃপা।

এদিন তিনি জনতার আওয়াজ এনজিওর ভুয়োসি প্রশংসা করে সমাজের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলার আহবান জানান।

কৃপা উপস্থিত জনতাকে বুঝানোর চেষ্টা করেন বিজেপি কোন সাম্প্রদায়িক নয়, এই দল একমাত্র উন্নয়নে বিশ্বাসী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সময়ে রাজ্যে যে উন্নয়ন হচ্ছে সেটা এক বৃহৎ কর্মযঞ্জ।

যোগাযোগ ব্যবস্থা সহ বিশুদ্ধ পানীয়জল ও বিদুৎ সংযোগের সুফল সব সম্প্রদায়ের মানুষ ভোগ করছেন।

এভাবে রেশন কার্ডও দেওয়ার ব্যবস্তা করা হচ্ছে। দল মিথ্যা প্রতিশ্রুতি নয়, কাজে বিশ্বাসী বলে দাবী করেন কৃপা।

তিনি আরও বলেন, নির্বাচন এলে অনেকেই প্রার্থী সংখ্যালঘু এলাকায় গিয়ে নিজেদের ডঙ্কা বাজাতে সহজ-সরল মানুষদের আজব কথাবার্তা বলে বিভ্রান্তি সৃষ্টি করেন।

ভোট শেষ হলে এদের আর দেখা পাওয়া যায়না, সাধারণ মানুষ যখন কস্ট করেন, তখন তারা আর খবর নিতে আসেন না।

সবাইকে উন্নয়নের পাশে থাকার আহবান জানান কৃপানাথ মালাহ।  এদিন সংস্থার সভাপতি এবং সম্পাদক সহ অন্যরা আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জে বিজেপি প্রার্থী কৃপানাথ মালাহকে ভোট দেওয়ার আহবান জানান।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token