ব্যুরো রিপোর্ট, রামকৃষ্ণনগর : লোকসভা নির্বাচনে ভেটারবন্দ জিপির এক নম্বর ওয়ার্ডের শতাধিক পরিবারের ভোট বয়কটের সিদ্ধান্ত বিজেপিকে চরম অস্বস্তিতে পেলে দিয়েছে।
জিপির শোন টিলা গ্রামের জনসাধারণ সাফ জানিয়ে দিয়েছেন, তাদের গ্রামের রাস্তা, বিদ্যুৎ সংযোগ এবং বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা না হলে ভোট দেবেন না।
তাদের অভিযোগ, বিজেপি হিন্দুত্বের আবেগ নিয়ে ক্ষমতায় এসে সংখ্যালঘু তোষণ করছে।
শোন টিলার মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকার এই সমস্যা নিয়ে বিধায়ক বিজয় মালাকার এবং সাংসদ কৃপানাথ মালাহর সঙ্গে অন্তত দশ থেকে বারোবার দেখা করেছেন।
কিন্তু কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
অথচ সংখ্যালঘু এলাকায় বিদ্যুৎ, রাস্তা, বিশুদ্ধ পানীয় জল কোন কিছুরই অভাব নেই।
এই এলাকার মহিলাদের অভিযোগ, সরকার ট্যাক্সের টাকা খরচ করে উন্নয়নে ডাক-ঢোল পেটাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত তাদের ভাগ্যে একটি অরনোদয় প্রকল্পও জোটেনি।
গ্রামের একমাত্র মন্দিরটির অবস্থাও সূচনীয়, এব্যাপারে নেতাদের খোঁজখবর পর্যন্ত নেওয়ার সময় নেই, সবাই সংখ্যালঘুদের নিয়েই ব্যস্ত।
তাই এবার তারা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। যতদিন পর্যন্ত তাদের এলাকার উন্নয়ন হবেনা এবং সরকারী সুযোগ সুবিধা পাচ্ছেন না ততদিন তারা ভোট বয়কট করে যাবেন বলে সাফ জানিয়ে দেন শোন টিলার জনগণ।