গণআওয়াজ প্রতিনিধি : করিমগঞ্জ লোকসভার ভোটারদের আকৃষ্ট করতে এবার কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী দিলেন পাঁচটি গ্র্যারান্টি।
সর্বভারতীয় স্তরে দলীয় ইস্তাহার প্ৰকাশের পরও হাফিজ রশিদ-এর এই ইস্তাহার ভোটারদের মধ্যে ব্যাপক চর্চার বিষয় হয়ে দেখা দিয়েছে।
করিমগঞ্জ ইন্দিরা ভবনে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্ৰবৰ্তীর হাত দিয়েই প্ৰকাশ পেয়েছে হাফিজ রশিদ-এর এই পাঁচটি গ্যারান্টি সমৃদ্ধ ইস্তাহার।
কি আছে হাফিজ রশিদ আহমেদর এই ইস্তাহারের পাঁচটি গ্যারান্টি?
এক- তিনি সাংসদ নির্বাচিত হলে বরাক-ব্ৰহ্মপুত্ৰ উপত্যকার মধ্যে মহাসড়ক নিৰ্মাণ করবেন, বদরপুর ঘাটে ওভার ব্ৰিজ সহ ভৈরবি থেকে গৌহাটি পর্যন্ত প্ৰতিদিন এক্সপ্ৰেস ট্ৰেইন চলাচল।
২) করিমগঞ্জ, হাইলাকান্দি এবং কাঠিগড়ার মধ্যবৰ্তী স্থানে বিজ্ঞান ও প্ৰযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সুতারকান্দিতে আন্তৰ্জাতিক বজার স্থাপন এবং উন্নয়ন।
৩) দরিদ্র এবং ভুমিহীন মানুষকে মাটির পাট্টা প্ৰদান, বিনা খরচে ডি ভোটার সমস্যায় জৰ্জরিতদের সব ধরনের আইনি সহায়তা প্রদান।
৪) করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলায় টেট পরিক্ষার কেন্দ্ৰ, তৃতীয় এবং চতুর্থ শ্রেণির চাকুরির পরীক্ষা কেন্দ্ৰ সহ প্ৰতিটি প্ৰতিযোগিতামূলক পরীক্ষার কেন্দ্ৰ স্থাপন করবেন।
৫) মৎস্যজীবী, কিরান, চা জনগোষ্ঠী এবং কৈবৰ্ত সমাজের সাৰ্বিক উন্নয়নে দিল্লী-দিশপুরে লড়াই করার অঙ্গীকার। করিমগঞ্জ আসনে ভোটারদের আকৃষ্ট করতে এই পাঁচটি গ্যারান্টি ঘোষণা করেছেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী।