হাইলাকান্দি প্রতিনিধি : অসমের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন কংগ্রেস আমলেই হয়েছিল।
বুধবার হাইলাকান্দিতে এভাবেই কংগ্রেস-এআইইউডিএফকে আক্রম করেন অসম গণ পরিষদের হাইলাকান্দি জেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল ফজল বড়ভূইয়া।
তার দাবী, আসন্ন লোকসভা নির্বাচনে উন্নয়নের নিরিখে সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দিবেন।
“আবকি-বার চারশো পার” এই স্লোগান তুলে তিনি বলেন, এনডিএ জোট চারশোর বেশী সীট নিয়ে তৃতীয় বারের মতো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন।
কারন, বিজেপির উন্নয়ন মূলক বিভিন্ন প্রকল্পের সুবিধা উপভোগ করছেন দেশের প্রতিটি ভাষা এবং ধর্মের মানুষ।
জাতি-ধর্ম নির্বিশেষে সকলের সমহারে উন্নয়ন হচ্ছে, তাই এবার সংখ্যালঘুরাও বিজেপিকে সমর্থন করেছেন।
আসামে বিজেপি-অগপ মিত্রজোটের সরকার রয়েছে, বেশীরভাগ সংখ্যালঘুরা অসম গণ পরিষদ দলের সঙ্গে যুক্ত।
প্রাক্তন মন্ত্রী শহিদুল আলম চৌধুরীর হাত ধরে বরাক উপত্যকায় অগপ শক্তিশালী হয়ে উঠেছিল আজও ভীত অনেক শক্তিশালী রয়েছে।
তার সুবাদেই বরাকের অগপ দলের সংখ্যালঘুরা মিত্রজোটের প্রার্থীর হয়ে কাজ করছেন।
বরাকের দুটি লোকসভা আসন করিমগঞ্জ ও শিলচরে এনডিএ প্রার্থীর জয় নিশ্চিত বলে দাবি করেন তিনি। এদিন তার সঙ্গে ছিলেন অগপ যুব পরিষদের জেলা সভাপতি নাজমুল হোসেন বড়ভূইয়া।