মার্গেরিটায় তুমুল প্রচার আসাম জাতীয় পরিষদের, চ্যালেঞ্জের মুখে সর্বানন্দ

Spread the love

মিঠুন বড়ুয়ার, মার্গেরিটা : ডিব্রুগড় লোকসভার মার্গেরিটায় তুমুল প্রচার চালাচ্ছে আসাম জাতীয় পরিষদ।

এই সমষ্টির লোকসভা নির্বাচন আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।

বিরোধী রাজনৈতিক দলগুলো শাসক দলের বিরুদ্ধে প্রচারে এখন ব্যস্ত।

স্বাধীনতার ৭৭ বছরও মার্গেরিটার ১নং কুহিয়াবাড়ীর কৃষিভিত্তিক আদৰ্শ গ্রামটি আজও উন্নয়নের আলো দেখতে পায়নি।

এই গ্রামেও গিয়ে পৌঁছেছেন বিরোধী জোটের নেতা-কর্মীরা।

কিন্তু লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণার পরও শাসক দলের কোন নেতা বা পাতি-নেতার পায়ের ধুলোও পড়েনি গ্রামটিতে। 

লিডু কলিয়ারি গাঁও পঞ্চায়তের ১নং কুহিয়াবাড়ীর এই গ্রামে ভোটার রয়েছেন প্রায় নয় শতাধিক। 

অথচ গ্রামটিতে নেই চলাচলের রাস্তা, চিকিৎসালয়, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা।

এরচেয়েও বড় সমস্যা হল এই গ্রামের যাতায়তে এক মাত্ৰ বাঁশের সেতু।

এই সেতু দিয়েই গ্রামের মানুষ চলাচল করেন।

অসম জাতীয় পরিষদের কেন্দ্ৰীয় সম্পাদক সঞ্জয় কুমার দেব, কেন্দ্ৰীয় কাৰ্যবাহী সদস্য উদিপ্ত নারায়ন রাজা, যুব শক্তি কেন্দ্ৰীয় সমিতির সম্পাদক বরুণ কুমার দাস সহ বিরোধী জোটের নেতা-কর্মীরা লুরিণজ্যোতি গগৈর হয়ে এই গ্রামটিতে গিয়ে প্রচার চালান।

এই গ্রামে হাজং, মগ বড়ুয়া, গোৰ্খা, আদিবাসী, তাই খামতি, তাই ফাঁকে এবং অন্যান্য জনগোষ্ঠীর লোকজন বসবাস বসবাস করেন।

কিন্ত দুৰ্ভাগ্যবশ তারা আজও উন্নয়নের মুখ দেখতে পাননি। এবারের এই নিৰ্বাচনে তারা শাসক দল বিজেপিকে উচিত জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছেন স্থানীয় জনসাধারণ।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token