ব্যুরো রিপোর্ট, হাইলাকান্দি : কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর সমর্থনে শুক্রবার গভীর রাতে রাঙ্গাউটি-নিতাইনগর জেলা পরিষদের পূর্বসোনাপুরে অনুষ্ঠিত হল ঘরোয়া সভা।
প্রাক্তন পঞ্চায়েত সদস্য সেলিম উদ্দিন মজুমদারের পৌরহিত্যে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন মজুরি শ্রমিক ইউনিয়নের হাইলাকান্দি জেলা সম্পাদক খলিল আহমদ মজুমদার।
তিনি করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এদিন মজুরি শ্রমিক ইউনিয়নের হাইলাকান্দি জেলা কমিটি হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে সমর্থনও জানিয়েছে।
খলিল এদিন এলাকার স্বার্থে সভায় কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদের কাছে বেশ কয়েকটি দাবিও রাখেন।
দাবিগুলো হলো-
১। বৃহত্তর পূর্ব হাইলাকান্দির মানুষের স্বার্থে শহরের রতনপুর রোডের সিরাজপট্টিতে রেল লাইনের উপর উড়াল সেতু নির্মাণ করা।
২। পূর্বসোনাপুরে কাটাখাল নদীর উপর সেতু নির্মাণ করা।
৩। পূর্বসোনাপুর-ভজন্তিপুরের মধ্যে একটি মডেল হাসপাতাল নির্মাণ করা।
৪। পূর্বসোনাপুর এমভি স্কুলকে হাইস্কুলে উন্নীতকরণ করা।
হাফিজ রশিদ সাংসদ নির্বাচিত হলে এই দাবিগুলো পূরণ করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে জোরালো দাবি জানান শ্রমিক নেতা খলিল।
সভা শেষে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সারিম সদিওল বলেন, এই ঘরোয়া সভায় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থনে কংগ্রেস অভিভূত হয়েছে। উন্নয়নের লক্ষ্যে দলীয় প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে এলাকার সর্বস্তরের জনগণ সমর্থন করেছেন বলে জানান তিনি।