বিনা শর্তে হিন্দু বাঙালিকে নাগরিকত্ব দেওয়ার দাবিতে শিলচরে বিএনএনএস-এর অনশন ধর্মঘট

Spread the love

ব্যুরো রিপোর্ট : বিনা শর্তে হিন্দু বাঙালির নাগরিকত্বের দাবীতে বাঙালি নবনির্মাণ সেনা সোমবার দিনব্যাপী ক্লাব রোডের ক্ষুদিরাম মূর্তির সামনে অনশন ধর্মঘট পালন করেছে।

গান্ধি জয়ন্তীর দিনে গণতান্ত্রিক পথে বিনা শর্তে হিন্দু বাঙালিদের নাগরিকত্বের দাবিতে এই অনশন ধর্মঘট পালন করেছে বাঙালি নবনির্মাণ সেনা।

কেন্দ্রীয় সভাপতি প্রীতম দেব আসামে কেনো সিএএ বলবৎ করা হচ্ছে না এমন প্রশ্ন তুলেন।

অতি সত্বর আসামে হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার দাবিতে এদিন বিএনএস কর্মকর্তারা প্রধান মন্ত্রীর উদ্দেশ্যে একটি স্বারকপত্র প্রেরণ করেছেন।

বিএনএস প্রধান জানতে চান ২০১৯ সালের নির্বাচনের আগে পাশ করা বিল কেন বলবৎ করা হচ্ছে না? এবং তার পেছনে কি রহস্য রয়েছে?

 প্রীতম বলেন যে বিজেপি সরকার এবং নেতারা যদি নিজেদের হিন্দু বলে গর্ব বোধ করে ও হিন্দুত্বের নামে ভোট নিয়ে নির্বাচন জিতে তাহলে কেনো আসামের হিন্দু বাঙালির প্রতি এত অবহেলা?

তিনি আসাম সরকারের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে বলেন, আসামের বাঙালি হিন্দুরা কি হিন্দু নয়? কেনো আসামের হিন্দু বাঙালিদের উপর এতো নির্যাতন চলছে?

ভারতে হিন্দুদের কোন শর্ত সাপেক্ষ নাগরিকত্ব বিএনএনএস মানবে না, বিনা শর্তে হিন্দু বাঙালিদেরকে  নাগরিকত্ব দিতেই হবে জানান প্রীতম।

বিএনএনএস আসামের সকল হিন্দু বাঙালি এক জোট হয়ে এসবের প্রতিবাদ করতে আহ্বান জানিয়েছে।

কেন্দ্রীয় সরকার অবিলম্বে এসবের সুরাহা না করলে বিএনএনএস হিন্দু বাঙালিদের প্রাপ্য অধিকার আদায়ে দীর্ঘ আন্দোলন চালিয়ে যেতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রীতম।

আজকে এই ধর্না কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনএনএস-এর কাছাড় জেলা সাধারণ সম্পাদক রাজদীপ ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ ঘোষ, বরাক যুবসেনা সভাপতি আশীষ দাস, কার্যকরী সম্পাদক দেবাশীষ রায়, অভিজিৎ পাল, বারিন্দ্র দাস, কৌশিক চক্রবর্তী, বিস্ময় চমক গোস্বামী, সুজিত রায়, মান্না দাস সহ অন্যান্যরা।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token