আব্দুর রহমান, গণআওয়াজ বিনোদিনীবাজার : পাথারকান্দি শিক্ষাখান্ডের অন্তর্গত বান্দরকোনা জিপির ঈরালিগুলের এই সিনিয়র সেকেন্ডারি স্কুলের ফলাফলে আনন্দিত স্কুল কর্তৃপক্ষ।
আজ স্কুলের মাঠে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীদেরকে ফুলের মালা সহ উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয়।
এলাকার শিক্ষানুরাগিও এবারের উচ্চ মাধ্যমিকের ফলাফলে খুশি প্রকাশ করেছেন।
পড়ে স্কুলের অধ্যক্ষ প্রসেনজিৎ আচার্য, চেয়ারম্যান আব্দুস সত্ত্বার, সহকারী শিক্ষক নোমান উদ্দিন বলেন, অন্যান্য বছরের মত এবারও তাহাদের স্কুলের ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করেছে।
এবছর তাদের শুলের পাশের হার একশ শতাংশ জানিয়েছেন তারা।
শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে এমন ফলাফল সম্ভব হয়েছে বলে দাবী স্কুল কর্তৃপক্ষের।
উল্লেখ্য যে, এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই স্কুলের ৯জন ছাত্রছাত্রী বসেছিল, তাদের সবাই উত্তীর্ণ হয়েছে।
এরমধ্যে একটি স্টার সহ ৭টি লেটারও রয়েছে।
স্টার এবং তিনটি লেটার সহ ৩৫৯ নম্বর পেয়ে স্কুল টপার হয়েছেন ফারুল ইসলাম। স্কুলের ৯ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম স্থানে উত্তীর্ণ হয়েছেন ৪ জন, দ্বিতীয় স্থানে ৩ জন এবং তৃতীয় স্থানে উত্তীর্ণ হয়েছেন ২ জন।