নিউজ ডেক্স, গণআওয়াজ : উধারবন্দ পুলিশ থানার অন্তর্গত এলাকায় একই রাতে চাঞ্চল্যকর চারটি ডাকাতিকাণ্ড হওয়ার পরও পুলিশ এই ঘটনায় জড়িতদের কাউকেই আজ পর্যন্ত গ্রেফতার করতে পারেনি।
পুলিশের এই ব্যর্থতায় উদ্বিগ্ন কাছাড় কংগ্রেস।
কাছাড় কংগ্ৰেস সভাপতি অভিজিত পাল এবং উধারবন্দ মন্ডল সভাপতির নেতৃত্বে শুক্রবার এক প্ৰতিনিধি দল জেলা পুলিশ সুপারের সাথে দেখা করে অবিলম্বে এব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবী জানান।
তারা এদিন পুলিশ সুপারের হাতে একটি স্মারকপত্রও তুলে দেন।
স্মারকপত্রে এব্যাপারে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করা হয় এবং অতি শীঘ্র প্ৰতিটি গ্রামে ভিডিপি ও পুলিশি তদন্তও চালানোর দাবী জানানো হয়।
কারন, বর্তমানে উধারবন্দ পুলিশ থানার অন্তর্গত এলাকার সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।
গ্রামগুলোতে ভিডিপি, পুলিশ এবং জনসাধারণের মধ্যে সজাগতা বাড়ানোর উপর গুরত্ব দেন কংগ্রেসের এই প্রতিনিধি দল।
পুলিশ সুপার তাদেরকে এব্যাপারে শীঘ্রই পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এদিন স্মারকপত্র প্রধানের সময় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিত পাল, সূযকান্ত সৰকাৰ, উধাৰবন্দ ব্লক কংগ্ৰেস সভাপতি পুলক রায়, আবুল হোসাইন সহ অন্যান্যরা।