মিঠুন বড়ুয়ার প্ৰতিবেদন, মার্গেরিটা : মার্গেরিটার কুখ্যাত কয়লা মাফিয়ার ঘরে অভিযান চালাল পুলিশ।
জব্দ করা হল নগদ তিন কোটি টাকা সহ নথিপত্র এবং একটি বিলাসি বাহন টয়োটা হিলুজ।
এই অভিযান চালানো হয় মার্গেরিটার কুখ্যাত কয়লা মাফিয়া রন লুংচ্যাং-এর ঘরে।
গোপন সূত্রের ভিত্তিতে মার্গেরিটা সাব-ডিভিশন পুলিশ অফিসার শম্ভু মিশ্রের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এতে সাফল্যও আসে।
ভোর থেকে চলে এই অভিযান। কয়লা মাফিয়া রন লুংচ্যাং লিডুর টিকক কোলিয়ারি এলাকার বাসিন্দা।
রন লুংচ্যাং কয়লার চোরা ব্যবসা করে ইতিমধ্যেই প্রচুর অর্থ উপার্জন করেছে এবং বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ির মালিক।
লিডুর টিকক ওয়েস্ট মাইনিং অবৈধ কয়লা খনিতে তিন কয়লা শ্রমিকের মৃত্যুর সাথে এই ব্যবসায়ী জড়িত সন্দেহ করছেন পুলিশ অফিসার শম্ভ মিশ্র।
পুলিশ আধিকারিকের সন্দেহ জীবিত তিন শ্রমিক সমাধিস্থ হওয়া এই অবৈধ কয়লা খনি রন লুংচ্যাং-এর।
নিহত এই তিন কয়লা শ্রমিকের মৃতদেহ এখনো উদ্ধার করা যায়নি।
এদিকে ঘটনার পর থেকে কয়লা মাফিয়া রন লুংচ্যাং পলাতক, পুলিশ তাকে গ্রেফতার করতে হন্যে হয়ে খোঁজছে।