হাইলাকান্দিতে ৬টি ত্রাণ শিবির খোলা হয়েছে, আশ্রয় নিয়েছেন ৭২০ জন বন্যা দুর্গত

Spread the love

হাইলাকান্দি  ২৯ মে : অবিরাম বৃষ্টিপাতে হাইলাকান্দি জেলার নদী গুলির জলস্ফীতির ফলে জেলার ৩১টি গ্রামের ৬ হাজার ২২৭ জন লোক বন্যার কবলে পড়েছেন।

জেলায় বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৪৯১৩টি গবাদি পশু বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

এরমধ্যে লালা রাজস্ব সার্কেলে ১৪টি, হাইলাকান্দি রাজস্ব সার্কেলে ১০টি, আলগাপুর রাজস্ব সার্কেলে ২টি এবং কাটলীছড়া রাজস্ব সার্কেলে ৫টি গ্রাম বন্যার কবলে পড়েছে।

তাই লালা সার্কেলে দুইটি, হাইলাকান্দি সার্কেলে দুইটি এবং কাটলীছড়া রাজস্ব সার্কেলে দুইটি ত্রাণ শিবির এখন পর্যন্ত খোলা হয়েছে‌।

এতে এ পর্যন্ত ৭২০ জন বন্যা দুর্গতরা আশ্রয় নিয়েছেন।

জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে এক বিবৃতিতে জনসাধারণকে বন্যাকালীন সময়ে মাছধরা এবং কৃষিকাজ না করতে আবেদন জানিয়েছেন।

এদিকে নদী বাঁধ গুলির উপর প্রশাসন থেকে কড়া নজর রাখা হচ্ছে।

বুধবার রতনপুরে কাটাকাল নদীর ডান তীরে বন্যা প্রতিরোধের অস্থায়ী বাদের কাজ পরিদর্শন করেন হাইলাকান্দির সার্কেল অফিসার কিলিনতুলি জেমি।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token