সুলতান আহমেদ বড়লস্কর, বড়খলা : রাক্ষুসে জাটিঙ্গা এবং বরাক নদীতে নিজেদের ভিটে মাটি হারিয়ে অসহায় হয়ে পড়েছে বড়খলার পাঁচটি পরিবার।
জাটিঙ্গামুখ ফেরিঘাট সংলগ্ন বরাকনদীর সংযোগ এলাকা পুরন্দরপুরে নদী গর্ভে তলিয়ে যায় এই পাঁচটি পরিবারের বসত ঘর।
কিন্তু আট দিন অতিবাহিত হওয়ার পরও বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর একবারের জন্য তাদের খোজ খবর নেওয়ার প্রয়োজন মনে করেননি।
যদিও বড়খলা থানার ওসি রাজেশ কুমার দাস তার দল নিয়ে এদেরকে উদ্ধার করে বড়খলা মুনিপুরি হাইস্কুলে আশ্রয় দিয়ে ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করে দেন।
পরে দুর্যোগ মোকাবিলা বিভাগ থেকে তাদের হাতে ত্রিপাল এবং অন্যান্য আসবাব পত্র দিয়ে তাদের দায়িত্ব সেরে নেয়।
এদিকে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় স্কুল কর্তৃপক্ষ তাদেরকে অন্যত্র সরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।
এই অবস্থায় তারা আবারও বড়খলা থানার ওসির রাজেশ কুমার দাসের স্বরণাপন্ন হন।
তিনি দুর্যোগ মোকাবিলা বিভাগের সঙ্গে ফোনে যোগাযোগ করে তিন মাসের ভিতর তাদেরকে সরকারি জমি দেওয়া হবে বলে আশ্বস্ত করেন ওসি।
বন্যায় গৃহহারা নিলা বেগম, সাজু আহমেদ লস্কর, রাজু লস্কর, তাজ উদ্দিন লস্কর, সঞ্জিব দাসরা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ২৮ মে তাদের চোখের সামনে পাঁচটি ঘর নদী গর্ভে তলিয়ে যায়।
কিন্তু বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর সৌজন্যমূলক ভাবে একটি বারের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করেননি।