নিউজ ডেক্স, গণআওয়াজ : হাসপাতাল রোডে দুর্ঘটনার পর শহরের বেহাল রাস্তা নিয়ে সরব হল বিভিন্ন সংগঠন।
শিলচর হসপিটাল রোড থেকে মেডিক্যাল কলেজ পর্য্যন্ত অতিসত্বর রাস্তার কাজের দাবি জানায় সংগ্রাম পরিষদ, নাগরিক স্বার্থরক্ষা, মার্চ ফর সায়েন্স এবং হাসপাতাল রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশন।
তারা শিলচর শহরের রাস্তাঘাটের বেহাল অবস্থায় ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায়ই গাড়ি নিয়ে যাওয়া যাত্রীরা এই রাস্তায় দুর্ঘটনার শিকার হচ্ছেন।
চোখের সামনেই হাসপাতাল রোডে দীর্ঘ দিন ধরে বড় বড় আকারের গর্তের সারি থাকলেও সরকার এবং প্রশাসন সংস্কারের কোন উদ্যোগ নেয়নি।
নির্বাচনের সময় ভোট আদায় করতে শুধু উন্নয়নের সরকারের স্লোগান তুলা ছাড়া জনগণের ন্যায্য দাবি পূরণে ব্যর্থতার অভিযোগে সরব হন প্রতিবাদকারীরা।
শিলচর শহরের বেহাল রাস্তার জন্য সরকার এবং শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে দায়ী করেন তারা।