শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান
জিরিঘাট থেকে গণআওয়াজ প্রতিনিধির রিপোর্ট : গোষ্ঠী সংঘর্ষে পুনরায় উত্তপ্ত হয়ে উঠেছে পাশ্ববর্তী রাজ্য মণিপুর।
কিছুদিন থেকে মনিপুরের জিরিবাম জেলা গোষ্ঠী সংঘৰ্ষে উত্তপ্ত রূপ নিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে বলবৎ করা হয়েছে কাৰ্ফিউ।
জিরিবামের এই উত্তপ্ত পরিস্থিতির জন্য ইতিমধ্যেই মনিপুরের কয়েক শত বাসিন্দা আসামের কাছাড় জেলায় এসে আশ্রয় নিয়েছেন।
এদিকে জিরিবামের এই সংঘর্ষের প্রভাব যাতে কাছাড়ে কোনো প্ৰভাব ফেলতে না পারে তারজন্য দুই রাজ্যের সীমান্তবর্তী জেলার পুলিশ সুপাররা এক বিশেষ আলোচনায় মিলিত হন।
সভায় দুই জেলার পুলিশ সুপার জিরিবামের এম প্ৰদীপ সিংহ এবং কাছাড়ের নোমাল মাহাতো সীমান্ত অঞ্চলের পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা করে শান্তি-শৃংখলা বজায় রাখার উপর গুরুত্ব দেন।
এই বৈঠক চলার সময়ে জিরিবামের পুলিশ সুপার এম প্ৰদীপ সিংহকে ফোন করে জিরিবামের পরিস্থিতির খোঁজখবর নেন আসাম পুলিশের সঞ্চালক জি পি সিং৷
বৈঠকের পর জিরিবামের পুলিশসুপার এই পরিস্থিতিতে সহযোগিতার জন্য অসম পুলিশ সহ ডিজিপিকে ধন্যবাদ জানিয়ে বলেন মণিপুর পুলিশকে প্রেরনা যোগাবে।
অন্যদিকে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো জানিয়েছেন, জিরিবামের উত্তপ্ত পরিস্থিতির জন্য সীমান্তে সক্রিয় রয়েছে কাছাড় পুলিশ।