মিঠুন বড়ুয়া, মাৰ্ঘেরিটা : কেন্দ্রে এবং রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকারের মার্গেরিটা আসনে বিধায়ক থাকার পরও আদিবাসী এই গ্রামটি উন্নয়ন থেকে বঞ্চিত ৷
মার্গেরিটা বিধানসভার খুমচাই গাঁও পঞ্চায়েতের অন্তর্গত লিডু অমৃত গ্রামের বাসিন্দারা জানিয়েছেন স্বাধীনতার ৭৭ বছরে তাদের ভাগ্যে কোনও উন্নয়ন প্রকল্প জুটেনি।
ভোট ব্যাংকের স্বার্থে তাদেরকে ব্যবহার করে
রাস্তাঘাটের চরম দুরবস্থা, প্ৰধান মন্ত্ৰী আবাস যোজনা, জল জীবন মিশন, স্বাস্থ্য কেন্দ্ৰ এমনকি কৃষি কাজে ব্যবহিত সব ধরনের সামগ্ৰী থেকে বঞ্চিত লিডু অমৃত গ্রামের বাসিন্দারা।
স্থানীয়রা জানিয়েছেন, বিধায়ক সহ খুমচাই গাঁও পঞ্চায়েত এবং মার্গেরিটা মহকুমা শাসকের কাছে দাবী জানিয়েও কোন প্রকার সহায়তা তারা পাননি।
উল্লেখ্য যে লিডু অমৃত গ্রামে দেড়শতকের বেশী আদিবাসী লোক বহু শতক ধরে বসবাস করে আসছেন।