নিউজ ডেক্স, গণআওয়াজ : তারাপুর শিববাড়ির নদী ভাঙ্গন প্রতিরোধে ব্যর্থ সরকার। দীর্ঘ বছর ধরে সোনার হরিণের ডিমের মত ব্যবহার করা হচ্ছে এই ভাঙ্গন।
কোটি কোটি টাকা মঞ্জুর হলেও কাজের কাজ কিছুই না করা লুণ্ঠন করা করা হয় বরাদ্ধ অর্থ।
এদিকে মরা গাঙ্গে গোলা আসার পর এলাকার বাসিন্দাদের ঘুম হারাম হয়ে গেলেও যায় আসেনা সাংসদ-বিধায়ক-মন্ত্রী এমনকি বিভাগীয় কর্তাদের।
তারা নাকের ডগায় তৈল লাগিয়ে আয়াস করে ঘুমাতে বিবেকেও বাঁধে না।
বেশী থেকে বেশী ব্যস্ততম শিলচর-কালাইন জাতীয় সড়ক ক্লোজ করে বাঁধের উপর পূতে দেওয়া হয়।
এতে যাত্রী হয়রানী হলেও তাদের কিছুই যায়-আসে না।
বছরের পর বছর জনগণের সাথে এভাবেই ধুকাবাজি করে আসছেন নেতা-মন্ত্রি, সাংসদ-বিধায়ক এবং বিভাগীয় কর্মকর্তারা।
কিছুদিন আগে স্থানীয় বিধায়ক দ্বিপায়ন চক্রবর্তীকে সামনে রেখে রাজ্যের জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা কথা দিয়েছিলেন যুদ্ধকালীন তৎপরতায় বাঁধের কাজ করা হবে।
কিন্তু আজ পর্যন্ত কাজে হাতই লাগানো হয়নি।
তবে জনগণ এবার সজাগ, তারা বুঝতে পেরেছে মানুষের দুর্বলতাকে পুজি করে রাজনৈতিক নেতারা কোটি কোটি টাকার ব্যবসার আসর বসিয়েছেন।
তাই এবার তারা বিকল্প ব্রিজ তৈরির দাবীতে সরব হয়ে উঠেছেন।
জেলা শাসকের মাধ্যমে সোমবার আসাম সরকারের মন্ত্রীকে স্মারকপত্র দিয়ে এই দাবী জানিয়েছেন। আগামী দিনে এই দাবী আরও জোরদার হবে বলে জানিয়েছেন স্মারকপত্র প্রেরণকারী দল। প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলার এমনকি রোড ব্লক করারও হুমকি দিয়েছেন তারা।