মিঠুন বড়ুয়া, মার্গেরিটা : রাজ্যের বেপরোয়াভাবে চলছে অবৈধ ড্রাগসের ব্যবসা। পুলিশ মাঝে মধ্যে অবৈধ ড্রাগস পাচারকারীদের আটক করে সংবাদ শিরোনাম দখল করলেও লাগাম টানতে ব্যর্থ।
আজ লিডু পুলিশ দুই ড্রাগস পাচারকারী গৌতম দেবনাথ এবং তাহিরকে লিডু বাজার থেকে আটক করেছে।
তাদের কাছ থেকে ৪ দশমিক চৌরাশি গ্রাম ড্রাগস এবং AR- 12 2027 নম্বরের একটি ইয়ামাহা বাইক সহ নগদ অর্থও জব্দ করা হয়েছে।
পুলিশ সুত্রে জানাগেছে ধৃতদের জিজ্ঞাসাবাদের পর আদালতে চালান করা হবে। সেখান থেকে তাদের ঠাই হবে জেল হাজতে।
কিন্তু দেখা গেছে মার্গেরিটা মহকুমায় বিভিন্ন সময়ে ড্রাগস বিরোধী অভিযানে আটক ব্যক্তিরা কিছুদিন পর জেল থেকে বেরিয়ে আসছে।
তারা পুনরায় ড্রাগসের ব্যবসায় জড়িয়ে নবপ্রজন্মকে ধ্বংসের দিকে টেনে নিচ্ছে।
এনিয়ে প্রতিবাদে সরব হয়ে উঠেছে এলাকার বিভিন্ন দল সংগঠন। এব্যাপারে আরও কঠোর পদক্ষেপ নেওয়াত দাবী জানিয়েছেন অসম জাতীয়তাবাদী যুব ছাত্ৰ পরিষদের তিনিসুকিয়া জেলার সাধাৰণ সম্পাদক কাঞ্চন বরা।