রত্নদ্বীপ চক্রবর্তী, গণআওয়াজ ধর্মনগর : মামলা থেকে নির্দোষ মুক্তি পেলেন ত্রিপুরা উত্তর জেলার যুবরাজনগরের বিজেপি নেতা নারায়ন নাথ চৌধুরী।
মামলাটি হয় ২০২০ সালে। আলোড়ন সৃষ্টিকারী এই মামলায় বিজেপির অভ্যন্তরে তোলপাড় সৃষ্টি করে।
রাজ্যে প্রথমবার বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পানিসাগর পঞ্চায়েত সমিতির উপ-সভাপতি নারায়ণ নাথ চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন কংগ্রেস নেত্রী অঞ্জলি নাথ চৌধুরী।
মামলা হয় শীলতাহানির। জমি বিবাদকে কেন্দ্র করে রাজনৈতিক চক্রান্তে এই মামলা হয় বলে প্রথম থেকেই দাবি করেছিলেন নারায়ন।
সেই সময় বিজেপির প্রদেশ সভাপতি ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা। তাঁর নির্দেশে দলের আভ্যন্তরীণ তদন্ত হলে নারায়ণ নির্দোষ প্রমান হন।
কিন্তু উত্তর জেলার দলের একটি গোষ্ঠীর চাপে তাঁকে উপ-সভাপতি পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। দীর্ঘ চার বছর শুনানির পর আজ উত্তর জেলা দায়রা আদালত তাঁকে নির্দোষ মুক্তি দিয়েছে।
সরকার পক্ষে এই মামলা পরিচালনা করেন পিপি পার্থ প্রতিম পাল এবং নারায়ণ নাথের পক্ষে ছিলেন সিনিয়র এডভোকেট সুব্রত সরকার ও আইনজীবী প্রদীপ কুমার নাথ।
মামলার রায়ের পর নারায়ন জানিয়েছেন, বিচার ব্যবস্থার উপর তাঁর অগাধ বিশ্বাস ছিল, তিনি জানতেন নির্দোষ প্রমান হবেন।
কারন রাজনৈতিক ভাবে তাকে কলুষিত করতে ফাঁসানো হয়েছে। তিনি বলেন, তারজন্য দলের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় এনিয়ে তিনি বেশী চিন্তিত ছিলেন।
তাই পানিসাগর পঞ্চায়েত সমিতির উপ-সভাপতির পদ থেকেও তিনি পদত্যাগ করেন। আজ আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত হয়ে নিজেকে ভারমুক্ত মনে করছেন।