গণআওয়াজ প্রতিনিধি, শিলচর : শুক্রবার শিলচর রাধামাধব কলেজ লাইব্রেরি বিভাগের উদ্যোগে ২৫২নং অম্বিকাপুর এলপি স্কুলে আয়োজিত হল লাইব্রেরি লিটারেসি প্রোগ্রাম।
স্কুলের প্রধান শিক্ষক স্বপন দাসের পৌরহিত্যে আয়োজিত অনুষ্ঠানে রাধামাধব কলেজ লাইব্রেরি বিভাগের পক্ষ থেকে শতাধিক পড়ুয়াদের হাতে বই, খাতা, কলম, পেন্সিল তুলে দেওয়া হয়।
সেই সঙ্গে স্কুলে লাইব্রেরি তৈরির জন্য কিছু মূল্যবান পুস্তকও তুলে দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষের হাতে।
পড়ুয়াদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়াতেই এমন উদ্যোগ বলে জানান রাধামাধব কলেজের লাইব্রেরিয়ান ডঃ সোনালি চৌধুরী।
তিনি এই প্রোগ্রাম সফল করে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য কলেজ অধ্যক্ষ ড০ দেবাশিস রায় সহ স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাইব্রেরি বিভাগের কর্মচারী গ্যালিম গ্যাংমাই, কমলেশ দাশ, উজ্জ্বল কর্মকার সহ স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রী ও অঙ্গনবাড়ি কর্মী সহায়িকারা।