উধারবন্দ প্রতিনিধি : প্রবল বর্ষণে উধারবন্দ পুলিশ থানার অন্তর্গত দুর্গাপুর প্রথম খণ্ডে মাটির ঘরের দেয়াল ভেঙ্গে দুজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও দুজন।
খবর পেয়ে উধারবন্দ পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে মৃতদেহ এবং আহতদের উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এই করুণ ঘটনায় অঞ্চলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানাগেছে, নিহতদের একজনের নাম আজির উদ্দিন, বয়স ২৮ বছর এবং অপরজন তাঁর ছয় মাস বয়সের পুত্র আছিফ উদ্দিন।
স্থানীয়রা জানিয়েছেন, প্রবল বর্ষণে আজ সকাল আনুমানিক ছয়টার সময় মাটির দেয়াল ভেঙ্গে পড়ে।
সেই সময় আজি উদ্দিন এবং তাঁর ছয়মাস বয়সের পুত্র আছিফ উদ্দিন ঘুমে ছিল।
পরিবারের অন্যান্য লোকদের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন ছুটে এসে মাটির দেয়ালের নীচ থেকে পিতা-পুত্র দুজনের মৃতদেহ এবং অন্য দুজনকে উদ্ধার করেন।
এরপর খবর দেওয়া হয় উধারবন্দ পুলিশে। পুলিশ এসে মৃতদেহ এবং আহতদের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
স্থানীয় জনগণ সংবাদ মাধ্যমে কাছাড় জেলা প্রশাসন সহ মুখ্যমন্ত্ৰী এবং উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম দৃষ্টি আকৰ্ষণ করে এই পরিবারকে পর্যাপ্ত আৰ্থিক সাহায্য দেওয়ার অনুরোধ জানিয়েছেন।