অমৃত পাল, কাঞ্চনপুর : সমগ্র রাজ্যের সাথে আজ কাঞ্চনপুর মহকুমায় উদযাপন করা হল জাতীয় মৎস্য চাষী দিবস।
কাঞ্চনপুর মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য চাষী দিবস উপলক্ষ্যে কাঞ্চনপুর টাউন হলে মৎস্য চাষীদের নিয়ে একদিবসীয় কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চনপুরের এমডিসি শৈলেন্দ্র নাথ ও মাছমারা-পেচারতলের এমডিসি স্বপ্না রানী দাস।
এছাড়াও ছিলেন কাঞ্চনপুর মহকুমার মৎস্য আধিকারিক অনিমেষ চাকমা, এডিসির উত্তর জোনের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান দিপালী রিয়াং সহ অন্যান্যরা।
এদিন মৎস্য চাষীদের মৎস্য চাষে উৎসাহ বৃদ্ধি এবং বিজ্ঞানসম্মত উপায়ে মাছের উৎপাদন বাড়াতে পরামর্শ দেওয়া হয়।
এছাড়া এলাকার মৎস্য চাষীদের উৎপাদনের নিরিখে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার ও সার্টিফিকেট দিয়ে উৎসাহিত করা হয়।