প্ৰফুল্ল কুমার দাস, গণআওয়াজ বঙাইগাঁও : পৃথক কমতাপুর রাজ্য গঠনের দাবীতে ডিসেম্বর মাস থেকে ধারাবাহিক আন্দোলনে নামার ঘোষণা করল কোচ রাজবংশী জাতীয় পরিষদ।
বঙাইগাঁওয়ে পরিষদের মুখ্য কাৰ্যালয়ে সাংবাদিক সম্মেলন করে কোচ রাজবংশী জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় কেন্দ্ৰীয় এবং রাজ্য সরকারের বিরুদ্ধে দাবী পুরন না করায় ক্ষোভ প্রকাশ করেন।
উল্লেখ্য যে, কেন্দ্ৰীয় মন্ত্ৰী জুয়েল ওরামর এক মন্তব্যের পরই ক্ষুব্ধ হয়ে উঠেন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়।
তিনি হুংকারের সঙ্গে ঘোষণা করেন, ডিসেম্বর মাস থেকে দাবী আদায়ের ভিত্তিতে শুরু হবে পরিষদের লাগাতার আন্দোলন।
তাঁর অভিযোগ বিজেপি সরকার কোচ রাজবংশীদের সঙ্গে চরম প্রতারণা করেছে।
বিজেপি নিৰ্বাচনী বৈতরণী পার হতে জনজাতিকরণের কথা বলে। বিজেপি ভুমিপুত্র বিরোধী। এসব নানা অভিযোগে তিনি বিজেপিকে বিদ্ধ করেন।
জনজাতিকরণ করা না হলে গ্রামে গ্রামে বিজেপি হাটাও, কোচ রাজবংশী বাচাও আন্দোলন গড়ে তুলার হবে বলেও জানান বিশ্বজিৎ।
তিনি বিজেপি এবং সরকারের উদ্দেশ্যে বলেন, যদি জনজাতিকরনের সদিচ্ছা থাকে তবে রাজ্যসভায় পড়ে থাকা জনজাতিকরণ বিল গৃহীত করে দেখান।
সাংসদ ফণীভূষণ চৌধুরীকে তীব্র কটাক্ক বরে পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ৩৮ বছরের মধ্যে একবারও বিধানসভায় জনজাতিকরণ নিয়ে ‘টু’ শব্দ করেননি। এছাড়া, বিকল্প নেতা তৈরি করতে তিনি ব্যর্থ।