করিমগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হল একুশে জুলাই ভাষা শহিদ দিবস

Spread the love

জুলি দাস

করিমগঞ্জ, ২২ জুলাই : যথাযোগ্য মর্যাদায় একুশে জুলাই ভাষা শহিদ দিবস পালিত করা হয় করিমগঞ্জে।

সকাল আটটায় শম্ভুসাগর পার্কের কেন্দ্রীয় শহিদ বেদীতে ফুল দিয়ে শহিদ জগণ, যীশুকে শ্রদ্ধা জানান বঙ্গ সাহিত্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডo রাধিকা রঞ্জন চক্রবর্তী, জেলা সভাপতি অরবিন্দ পাল, শহর সমিতির সভাপতি সৌমিত্র পাল প্রমুখ।

১৯৮৬ সালের ২১ জুলাই তৎকালীন মুখ্যমন্ত্রী প্রফুল্লকুমার মহন্তের করিমগঞ্জ সফরে ভাষা আগ্রাসনের প্রতিবাদ করায় আন্দোলনকারীদের উপর পুলিশের গুলি চলে।

ফলে মাতৃভাষার জন্য আত্মবলিদান দিতে হয়েছিল জগন্ময় দেব ও দিব্যেন্দু দাসকে, এরপরও ভাষার জন্য লড়াই করতে হচ্ছে।

সংগঠনের জেলা সমিতির সহ সভাপতি সব্যসাচী রায় বলেন, ৮৬ সালের সেই রক্তক্ষয়ী ঘটনার ৩৮ বছর অতিক্রম হয়েছে।

সব ধরনের বিচ্ছিন্নতার ঊর্ধ্বে উঠে জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে, তবে আজকের দিনে ঐক্যবদ্ধ থাকা বেশ কষ্টসাধ্য।

ভাষার অধিকার রক্ষায় বারবার অনেক শহিদকে আত্মবলিদান দিতে হয়েছিল, কিন্তু সেই ভাষার অধিকার রক্ষায় যতটুকু যত্নশীল হওয়ার কথা আমরা ততটুকু হতে পারছি না।

প্রতিনিয়ত সরকারি, বেসরকারিভাবে বাংলা ভাষার অধিকার খর্ব হচ্ছে, মাতৃভাষার অধিকার কেবল ভাষার অধিকার নয় এর সঙ্গে সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার সম্পৃক্ত।

অর্থনৈতিক সমৃদ্ধির কথাও আজ চিন্তা করতে হবে। বর্তমান সময়ে বেকারত্ব থেকে শুরু করে অর্থনৈতিক অনুন্নয়ন আমাদের সম্পূর্ণভাবে গ্রাস করেছে।

সবকিছুর সঙ্গে অস্তিত্বের সংকট সম্পৃক্ত। যেহেতু ১৪০ কোটির মানুষের দেশে সবাইকে সরকারি চাকরি দেওয়া সম্ভব নয়, ফলে শিল্পায়নের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।

এছাড়াও যোগাযোগ ব্যাবস্থার উন্নতি আজকে অত্যন্ত জরুরি। বাংলাদেশের মধ্য দিয়ে জল পথ, রেল পথে যোগাযোগ, দীর্ঘদিন থেকে আটকে থাকা বিকল্প সড়কের সমাপ্তি আজ অত্যন্ত প্রয়োজনীয়।

লঙ্কা-চন্দ্রনাথপুর বিকল্প রেল পথ আজও হয়নি। বরাকের চিনি কল কিংবা কাগজ কল ধ্বংস হলেও নতুন কোনো শিল্প উপত্যকায় গড়ে উঠছে না।

বরাক উপত্যকার সম্ভাব্য শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে এখনো বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বরাকের কুটির শিল্প বাঁচিয়ে রাখতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, ভাষার জন্য বারবার আত্মবলিদান করেছেন এই উপত্যকার অনেক জনগণ, কোনো জাতি নিজেদের সভ্যতা সংস্কৃতি ছাড়া বেঁচে থাকতে পারে না।

ভাষার মাধ্যমে সমাজ আর জাতি গঠন হয়, বিশ্বে দ্বিতীয়স্থানে রয়েছে বাংলা ভাষা। বাংলার সাহিত্য চর্চা দেশ বিদেশের অনেকে করেছেন।

তৃতীয়, চতুর্থ বর্গের চাকরি প্রসঙ্গে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় তিনি জানিয়েছেন আগস্টে যখন বদলির নির্দেশ আসবে তখন এই উপত্যকার মানুষ বুঝতে পারবে কত বাঙালি ছেলে মেয়ে চাকরি পেয়েছে।

এছাড়াও পাঁচগ্রাম কাগজ কল যেখানে ছিল সেখানে একটি বড় ধরনের শিল্প উদ্যোগ নির্মাণ করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ড০ রাধিকা রঞ্জন চক্রবর্তী, সহ সভাপতি সুবীর রায় চৌধুরী, জেলা সমিতির সভাপতি অরবিন্দ পাল, সম্পাদক নন্দকিশোর বণিক, অধ্যাপক নির্মল সরকার, সুখেন্দু বিকাশ পাল, রজত চক্রবর্তী, শিখা চক্রবর্তী, সুলেখা দত্ত চৌধুরী, প্রেস ক্লাব করিমগঞ্জের সম্পাদক অরূপ রায় প্রমুখ।

শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন শহর সমিতির সম্পাদক নিলজ দাস।

এদিন শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, পুরপতি রবীন্দ্র চন্দ্র দেব, উপ-পুরপতি সুখেন্দু দাস প্রমুখ। তাছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নাচ, গান, কবিতা, আলোচনায় শহিদদের শ্রদ্ধা জানায়।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token