মিঠুন বড়ুয়ার, গণআওয়াজ মার্গেরিটা : মরুভূমিতে পরিণত হয়েছে মার্গেরিটার রথডুবা গ্রামের খেতের জমি, বিধ্বংসী বন্যায় কৃষকদের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে।
রবিবার কেটেটং গাঁও পঞ্চায়তের অন্তৰ্গত কৃষিভিত্তিক রথডুবা গ্রামের এমন দৃশ্য প্রত্যক্ষ করেছেন সাংবাদিকরা।
মার্গেরিটা বিধানসভা সমষ্টির গ্রামবাসীরা সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।
প্রায় হাজার বিঘা-র বেশী কৃষিজমি মরুভূমিতে পরিণত হয়েছে, তার একমাত্র কারন মার্গেরিটার বুঢ়িদিহিং নদীর পলি এবং বালি।
রথডুবা গ্রামের বাসিন্দা পেশায় একজন কৃষক বাবুল হুসেন জানিয়েছেন, তাঁর ১০ বিঘা কৃষিভূমি মরুভুমিতে পরিণত হয়েছে।
যার কারনে তিনি ভবিষ্যতে আর কোনো চাষাবাদ করতে পারবেন না।
রথডুবা গ্রামে প্রায় পঞ্চাশটির বেশী পরিবার রয়েছে যারা কৃষির ওপর নিৰ্ভরশীল, কিন্তু দুৰ্ভাগ্যের বিষয়, প্ৰশাসন অথবা কৃষি বিভাগের কোন আধিকারিক এই গ্রামটি পরিদর্শন করার কোন প্রয়োজনই মনে করেনি। এদিকে ক্ষতিগ্রস্থরা তাদের ক্ষতিপুরনের দাবী জানিয়েছেন।