কাটলিছড়া প্রতিনিধি, গণআওয়াজ : দীর্ঘ পাঁচ বছর ধরে অন্ধকার ঘরে রাত কাটাচ্ছেন সাহাবাদ প্রথম খন্ড গ্রামের বাভিনা ইয়াসমিন নামের এক মহিলা।
তাঁর ঘরে ২০১৯ সালে বিদ্যুৎ বিভাগ বিনামুল্যে বিদ্যুৎ সংযোগ দিয়েছিল, কিন্তু আশেপাশের দুষ্কৃতিরা কিছুদিন পরেই বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেয়।
এ বিষয়ে বাভিনা এবং তাঁর স্বামী লালা থানায় একটি মামলা দায়ের করেন এবং এপিডিসিএল-এর এসডিও-কে এব্যাপারে অবগত করেন।
এরপর এপিডিসিএল থেকে বাভিনা ইয়াসমিনের ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করলে ও দুষ্কৃতকারিরা দিতে দেয়নি।
বিভাগীয় এসডিও বিষয়টি লালা থানায় লিখিতভাবে জানালে পুলিশ সঙ্গে নিয়ে বাভিনার ঘরে ফের বিদ্যুৎ সংযোগ চালু করা হয়।
কিন্তু কয়েকদিন পর ফের দুষ্কৃতরা বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে দেয়।
তারপর থেকেই এভাবে অন্ধকারে দিন কাটাতে হচ্ছে বাভিনা ইয়াসমিনের পরিবারকে। এখন অভিযোগ জানালেও বিদ্যুৎ বিভাগ আর কোন ব্যবস্থা নিচ্ছে না।
অসহায় হয়ে বাভিনা এবং তাঁর স্বামী রাজু চোধুরী অবশেষে সংবাদ মাধ্যমের দারস্থ হয়েছেন।
রাজু তার দুঃখের কথা বলতে গিয়ে ভেঙ্গে পড়েন, কেদে বলেন বিদুৎ না থাকায় ছেলে-মেয়েদের নিয়ে তাকে অনেক কষ্টে জীবন অতিবাহিত করতে হচ্ছে।
ছেলে মেয়েরা অন্ধকারের মধ্যে পড়ালেখা করতে পারছে না।
তিনি এ বিষয়ে বিধায়ক সুজামকে ও দায়ী করে বলেন, বিধায়ক সুজাম আশ্বাস দিয়েছিলেন তিনি সমাধান করে দিবেন কিন্তু বাস্তবে কোন গুরত্বই দেননি। বাভিনা এবং তাঁর স্বামী রাজু ছেলে-মেয়ের লেখাপড়ার জন্য অবিলম্বে তাদের ঘরের বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবী জানান।