নিউজ ডেক্স, গণআওয়াজ : দীর্ঘ কয়েক বছর পর জেলা যুব কংগ্রেসের বিক্ষোভে বৃহস্পতিবার কেঁপে উঠল শহর শিলচর।
মুখ্যমন্ত্রীর বাঙালি বিদ্বেষী এবং মন্ত্রী পীযুষের প্রতিশ্রুতি দিয়ে পালন না করা সহ বিহারে সর্বভারতীয় যুব কংগ্রেস নেতার উপর পুলিশের আক্রমণের প্রতিবাদে শিলচরে বিক্ষোভ দেখায় যুবকংগ্রেস।
যুব কংগ্রেসের অভিযোগ, পর পর দুটি বন্যায় কাছাড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোন ক্ষতিপূরণ না দেওয়া হয়নি।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে সমাজের উন্নয়নে কাজ না করে জাতি ও ধর্ম নিয়ে রাজনীতি করার জন্য ব্যর্থ মুখ্যমন্ত্রীর তকমা ছেঁটে দিয়ে স্লোগান তুলেন যুব কংগ্রেসীরা।
একই সঙ্গে রাজ্যের জলসম্পদ মন্ত্রী পিযুষ হাজারিকার বিরুদ্ধেও প্রতিশ্রুতি পালনে ব্যর্থতার অভিযোগ এনে নিন্দা ও ধিক্কার জানানো হয়।
যুব কংগ্রেস প্রশ্ন তুলে, শিলচর সফরে এসে মন্ত্রী পীযুষ ১০দিনের মধ্যে তারাপুর শিববাড়ী রোডের কোরিডোর নির্মাণের কাজ শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখনো কাজ শুরু হয়নি কেন?
বাঙালি জাতিকে নিয়ে ছেলেখেলা করার যোগ্য জবাব বিজেপি আগামী নির্বাচনে পাবে বলে দাবী করেন বিক্ষোভকারীরা।
বুধবার বিহারে আন্দোলনের সময় যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি শ্রীনিবাসকে বিহার পুলিশ গুরুতর আহত করায় মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের কুশপুতুল দাহ করে ক্ষোভ ব্যক্ত করে যুব কংগ্রেস।
প্রতিবাদী কর্মসূচিতে শিলচর যুব কংগ্রেসের সভাপতি রণধীর দেবনাথ, আনসার হুসেন বড়লষ্কর, সাহিদ আনোয়ার, চন্দন মজুমদার ও সুভাশিষ দেব সহ দলের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।