স্বপন পাল, গণাআওয়াজ দার্জিলিং শিলিগুড়ি : বাংলাদেশের অস্থিরতার সুযোগ নিয়ে শরনার্থীদের বেশে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে মৌলবাদীরা, সতর্ক বিএসএফ
সীমান্ত ডিঙিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে জেল থেকে ছাড়া পাওয়া বাংলাদেশী জঙ্গিরা।
বাংলাদেশের বর্তমান অস্থিরতার সুযোগ নিয়ে শরনার্থীদের বেশে তারা ভারতে ঢোকার চেষ্টা চালাতে পারে।
জলপাইগুড়ির দক্ষিণ বেরুবাড়ি সীমান্ত পাড়ের বাসিন্দাদের সতর্ক করেছে বিএসএফ।
গত কাল জলপাইগুড়ির দক্ষিণ বেরুবাড়ি সীমান্ত দিয়ে প্রায় হাজার খানেক বাংলাদেশী ভারতে ঢোকার চেষ্টা চালায়।
ধরধরা পাড়া সীমান্তের জিরো পয়েন্টে তাদের আটকে দেয় বিএসএফ। পরে রাতে সীমান্ত ছেডে নিজনিজ এলাকায় ফিরে যায় তারা।
এই ঘটনার জেরে সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করেছে বিএসএফ।
বৃহস্পতিবার দক্ষিন বেরুবাড়ির নলজোওয়া পাড়া এলাকায় গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করেছেন বিএসএফ-এর ৯৩ নম্বর ব্যাটালিয়নের আধিকারিকরা।
সেখানেই গ্রামবাসীদের সতর্ক করা হয়। বেরুবাড়ি সীমান্তের ১৬ কিলোমিটার এলাকার জমি সমস্যা মিটিয়ে দ্রুত কাঁটা তারের বেড়া দেওয়ার আবেদন জানান গ্রামবাসীরা।