মিঠুন বড়ুয়া, গণআওয়াজ, মার্গেরিটা : বিজেপির দুৰ্গ হিসাবে পরিচিত উজান অসমের ডিগবয়ে তিনশরও বেশী বিজেপি কর্মী দলত্যাগ করে নাম লেখালেন অসম জাতীয় পরিষদে।
কয়েকদিন আগে তিনসুকিয়ার প্রবীণ বিজেপি নেতা নগাঁওয়ের প্রাক্তন সাংসদ রাজেন গোহাই হোটেল হিলটন ব্লু-এ সিনিয়র ও পুরনো বিজেপি কর্মীদের সঙ্গে গোপন বৈঠক করেন।
এরপরই বিজেপির অন্দর মহলে বিদ্রোহ দেখা দেয়।
আজ অসম গণ পরিষদের কেন্দ্ৰীয় সমিতির উপ সভাপতি গিতাৰ্থ শইকীয়া, বুড়িদিহিং টংনা গাওঁ পঞ্চায়ের বিজেপি সভাপতি বিজয় ওরাং সহ কৈলাশপুর পঞ্চায়ত, বড়বিল গাওঁ পঞ্চায়েত, গোলাই গাওঁ পঞ্চায়েতে তিন শতর বেশী বিজেপি এবং এজিপি অসম জাতীয় পরিষদ দলে যোগ দেন।
এজেপির সভাপতি লুরিন জ্যোতি গগৈ এবং উপ সভাপতি দিলীপ শইকীয়ার উপস্থিতে তাদেরকে দলে স্বাগত জানানো হয়।
পঞ্চায়েত নির্বাচনের আগে এজিপি এবং বিজেপি দলের এই ভাঙ্গন রাজ্যের রাজনীতিতে তাৎপর্য বহন করছে।