গুয়াহাটি, গণআওয়াজ প্রতিনিধি : গুয়াহাটির খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের মাঠে আজ স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করে ভূমিপুত্রদের আর্থ সামাজিক সুরক্ষার কথাই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
সকাল সাড়ে আটটায় শহিদদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার পর তাঁকে মঞ্চে নিয়ে যান রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ ও যোগ্যযোগ বিভাগের মহা পরিদর্শক অখিলেশ কুমার সিং।
গার্ড অব অনারের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্য সরকারের মুখ্য সচিব রবি কোঠা ও রাজ্য পুলিশের মহা নির্দেশক জি পি সিং।
এরপর ৭৮তম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
ভাষণের শুরুতেই তিনি মহাত্মা গান্ধি সহ দেশের স্বাধীনতা আন্দোলনে বলিদান দেওয়া বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বাংলাদেশে সাম্প্রতিক ঘটনা প্রবাহে হিন্দু নির্যাতনের কথা উল্লেখ করে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিবাচক ভূমিকা নিয়ে আসছেন বলে জানান তিনি।
এই অস্থির পরিস্থিতিতে বাংলাদেশ থেকে কেউ অসমে আসেনি, সীমান্তে কড়া সুরক্ষা প্রদানের জন্য তিনি বি এস এফকেও ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্মের দীর্ঘ এক খতিয়ান তুলে ধরেন তিনি।