সুস্মিতা দাস, গণআওয়াজ করিমগঞ্জ থেকে : তরুণ মহিলা চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদের ঝড় ভারত-বাংলা সীমান্ত কারিমগঞ্জ শহরে।
বৃষ্টি উপেক্ষা করে অর্ধ শতাধিক সংগঠনের কর্মকর্তারা শহরের শম্ভুসাগর উদ্যানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির সামনে হাতে প্ল্যাকার্ড ও প্রদীপ জ্বালিয়ে দোষীদের শাস্তি দাবি জানান।
তাদের মতে, দেশ স্বাধীন হয়েছে কিন্তু মহিলারা স্বাধীনতা পায়নি, তাই পুজোর আগে দোষীদের গ্রেফতার করে ফাঁসির দাবী জানান।
প্রতিবাদে সামিল হয় খুশি স্মৃতি সংস্থা, নূপুর নৃত্যালয়, বিশ্ববীনা সাংস্কৃতিক সংস্থা, সম্পূর্ণা নারী সংস্থা, চারণিক, নৃত্যশ্রী কলা নিকেতন, সপ্তসুর, উইংস ফর ইয়ুথ, সঙ্গীতাঙ্গন, মোহনা সাহিত্য পত্রিকা, ইনার হুইল ক্লাব, ভগিনী নিবেদিতা সামাজিক সাংস্কৃতিক সংস্থা, মহর্ষি যোগা বিদ্যালয়, রোটারি ক্লাব করিমগঞ্জ সহ বিভিন্ন সংগঠন।
আয়োজক সংগঠনের পক্ষে অরূপ রায় বলেন, মাত্র কয়েক ঘন্টায় এত বিশাল লোকসমাগম হবে ভাবা যায়নি।
ট্র্যাফিক জ্যাম সামাল দিতে পুলিশ ও ট্র্যাফিক পুলিশ আসতে হয়। তিনি প্রতিটি সংগঠনকে এই কর্যসূচিতে অংশ গ্রহণ করায় ধন্যবাদ জানান।