সুস্মিতা দাস : ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ মেঘালয় (ইউএসটিএম) অধ্যক্ষ মহবুবুল হকের বিরুদ্ধে মামলা হল করিমগঞ্জে।
এই মামলা করেছেন করিমগঞ্জের জেলা আয়ুক্ত।
বুধবার দিসপুর সচিবালয়ের লোকনির্মান ভবনে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন ইউ এস টি এম অধ্যক্ষের কাস্ট সার্টিফিকেট জাল।
এরপরই করিমগঞ্জের জেলা আয়ুক্ত ইউএসটিএম অধ্যক্ষ মহবুবুল হকের বিরুদ্ধে মামলা করেন।
জানাগেছে মহবুবুল হকের মূল বাড়ি করিমগঞ্জ জেলার আছিমগঞ্জে।
এই জেলা থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে উচ্চ শিক্ষার জন্য দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলেন মহবুবুল।
উল্লেখ্য যে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বেশ কিছুদিন থেকে মহবুবুলের উপর ক্ষুব্ধ।
এর আগে গুয়াহাটি মহানগরের কৃত্রিম বন্যা নিয়ে মহবুবুল হক ফ্লাড জেহাদ করছেন, এমন মন্তব্যও করেন মুখ্যমন্ত্রী।