আব্দুর রহমান, গণআওয়াজ বিনোদিনী বাজার : প্রতিবাদে এরালিগুল বাজারে প্রাক্তন সভাপতির বিরুদ্ধে প্রকাশ্য সভা।
বিধায়ক সিদ্দেক আহমদকে হাত করে গ্রামোন্নয়ণে বান্দরকোনা জিপির প্রাক্তন সভাপতি আব্দুল বাছিত সংগঠিত করেছেন এই অবাধ দুর্নীতি।
এই অভিযোগ এনে এরালিগুল বাজারে সভা করে প্রতিবাদে সরব হন জিপির জনগণ।
মঙ্গলবার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার বান্দরকোনা জিপির এরালিগুল বাজারে অনুষ্ঠিত হয় এই সভা।
পাথারকান্দির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি আব্দুল সত্তারের পৌরহিত্যে অনুষ্ঠিত এই সভায় মতিউর রহমান বলেন, দুই বছর আগে বান্দরকোনা জিপিতে উপ নির্বাচন হয়।
এই নির্বাচনে বিধায়ক সিদ্দেকের অনুরোধে জিপির জনগণ আব্দুল বাছিতকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন।
এই সভাপতির শেষ পর্যন্ত গ্রামোন্নয়ণের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন।
এমনকি তাঁর বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাদিকারীদের কাছ থেকে কুড়ি থেকে পচিশ হাজার টাকা উৎকোচ নেওয়ার তথ্যপ্রমান থাকার দাবীও করা হয় সভায়।
এছাড়া, ইসলামিক সম্মেলন করার নামে এক লক্ষ শাতাইশ হাজার টাকার কোনো হিসাব দিচ্ছেন না প্রাক্তন এই জিপি সভাপতি।
এদিন জিপির বিশিষ্টজনদের নিয়ে একটি দুর্নীতি নিবারণ কমিটি গঠিত হয়। এই কমিটি প্রাক্তন জিপি সভাপতির দুর্নীতির সমস্ত তথ্য সংগ্রহ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়।