নিউজ ডেস্ক, গণআওয়াজ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের সৌর বিদ্যুৎ প্রকল্পের আজ শুভ উদ্বোধন হয় কাছাড় জেলার ধলাই বিধানসভায়।
আসাম-মিজোরাম সীমান্তের ধলাই বিধানসভার প্রত্যান্ত গ্রাম হাওহাইথাং-এ ১কিলো ওজনের সৌর বিদ্যুৎ প্রকল্পের শুভ উদ্বোধন করেন কাছাড় জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝাঁ।
বরাত প্রাপ্ত ঠিকাদার সংস্থার আরাধ্যা এন্টারপ্রাইজের পক্ষ থেকে বিপ্লব রায় জানান সরকারের পিএম সূর্য গণ মুফতি বিজলি প্রকল্পে রয়েছে বেজায় সুবিধা।
প্রথমত ৫০ শতাংশ ভর্তুকি সেই সঙ্গে ২৫ বছরের ওয়ারেন্টি সহ মেরামতের দায়িত্ব রয়েছে ঠিকাদার সংস্থার।
তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের সৌর বিদ্যুৎ প্রকল্প রূপায়ন করতে প্রত্যন্ত-গ্রাম শহরের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
প্রকল্পের উদ্বোধন করে জেলা শাসক জানান, এই প্রকল্প বাস্তবায়নে সরকারের বিদ্যুৎ সঞ্চয় হবে এবং বহিঃ দেশে অধিক মূল্যে বিক্রি করতে পারবে।
সেই সঙ্গে ভারতবর্ষের মানুষ সূর্য থেকেই বিদ্যুৎ সংগ্রহ করতে সক্ষম হবে।
এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তারা সহ বিদ্যুৎ বিভাগের এজিএম অরূপ পাল এবং অন্যান্যরা।