গণআওয়াজ, কলিয়াবর : মঙ্গলবার রাতে গৌহাটি থেকে যোরহাট অভিমুখী বুড়া পাহাড় এলাকায় জাতীয় সড়কের উপর একটি ট্ৰাক থামিয়ে টাকা দাবী করে পাঁচ যুবক।
যুবকরা চার চাকার বাহন নিয়ে ট্রাকটির আগে দাড় করিয়ে চালককে থামাতে বাধ্য করে এবং মোটা অংকের টাকা দাবী করে।
এক সময় দাবিমত টাকা দিতে তারা ট্রাকের চালককে বাধ্য ও তাদের চার চাকার বাহনে তুলে বোকাখাট অভিমুখে নিয়ে যাচ্ছিল।
কিন্তু বাগরি পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই পাঁচ যুবককে আটক করে অপহিত ট্রাক চালককে উদ্ধারে অভিযানে নামে।
একসময়, পুলিশ তাড়া করে করে বোকাখাটে গিয়ে চার যুবককে আটক করে এবং ট্রাক চালককে তাদের হেফাজত থেকে উদ্ধার করতে সক্ষম হয়।
পুলিশ যুবকদের ব্যবহার করা As 05 V 0959 নম্বরের নেক্সা গাড়িটি জব্দ করেছে। ধৃতরা হল ধীরাজ, সুনু, রাহুল কৈরী, সন্তোষ চৌধুরী ও নীতেশ সিং।