হাইলাকান্দিতে আসছেন কাঠিয়া বাবা, থাকবে দীক্ষা দান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান

Spread the love

গণ আওয়াজ ডেক্স, শিলচর, ৫ ডিসেম্বর : শ্রীশ্রী ১০৮ স্বামী রাসবিহারী দাস কাঠিয়াবাবা মহারাজ ৮ ডিসেম্বর হাইলাকান্দি আসছেন।  তাঁর এই শুভ আগমন উপলক্ষে ভক্তবৃন্দদের মধ্যে খুশীর হাওয়া বইছে।

থাকবে দীক্ষা দান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। তিনি ১১ ডিসেম্বর তাঁর নির্গমন।

অখিল ভারতীয় বৈষ্ণব চতুঃসম্প্রদায় শ্রীমহন্ত ও ব্রজবিদেহী শ্ৰীমহন্ত শ্রীশ্রী ১০৮ স্বামী রাসবিহারী দাস কাঠিয়াবাবা মহারাজ হাইলাকান্দি শহরের কলেজ রোডের বাসিন্দা এস এস কলেজের অধ্যাপক দেবদত্ত চক্রবর্তীর বাস ভবনে তিনদিন অবস্থান করবেন।

এই তিন দিন অধ্যাপক দেবদত্ত চক্রবর্তী ও মমতা গোস্বামী (চক্রবর্তী) এর বাসভবনে অবস্থান কালে প্রতিদিন শ্রীগুরু দর্শন, কৃষ্ণকথা শ্রবন, দীক্ষাদান গুরুপূজা এবং আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

৯ ডিসেম্বর সকাল বেলা গুরু পূজা এবং সন্ধ্যায় কলেজ রোডের বানী মন্দির সংলগ্ন স্থানে প্রবচন ও আধ্যাত্মিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান দেবদত্ত বাবু।

এছাড়াও ১০ ডিসেম্বর দেবদত্ত বাবুর বাসভবনে মহারাজজির আশীর্বাদ গ্রহণ, প্রবচন ইত্যাদি শ্রবণ করা যাবে।

এতে সবার উপস্থিতি কামনা করা হয়েছে। দীক্ষা গ্রহণ সহ অন্যান্য বিষয়ে অবগত হতে হলে ৯৪৩৫৩৭৯৫৭৪ অথবা 9৪৩৫৩৭৯৩৯৮ নম্বরে যোগাযোগ করা যাবে।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token