গণআওয়াজ প্রতিনিধি, বিনোদিনী বাজার : রেশন কার্ডের আবেদনে টাকার খেলা চলছে বান্দরকোনা জিপির ১০ নম্বর ওয়ার্ডে!
এই অভিযোগ স্থানীয় ডিলার আব্দুর রহমানের লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন গ্রাহকরা সহ প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধি।
তাঁদের অভিযোগ, গ্রামাঞ্চলের দরিদ্র মানুষকে সরকার রেশন কার্ড দিলেও দক্ষিণ করিমগঞ্জের বারইগ্রাম সমবায় সমিতির অন্তর্গত বান্দরকোনা পঞ্চায়েতের গরীব মানুষের নামে কোন রেশন কার্ড নেই।
এলাকার গরীব মানুষ সুদে টাকা এনে রেশন ডিলার আব্দুর রহমানকে দিলেও তারা সরকারি চাল পাচ্ছেন।
জিপির বটইয়া গ্রামের প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধি আব্দুল হক সহ গ্রাহক নুর উদ্দিন, মহবুব আলম, আব্দুল করিম, মরুফা বেগম অন্যান্যদের অভিযোগ রেশন কার্ডের নামে ডিলার দীর্ঘদিন ধরে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছেন।
বতর্মানে নতুন রেশন কার্ড বানানো নামে গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে দুই থেকে তিন হাজার টাকা সংগ্রহ করছেন।
এছাড়া খাদ্য সুরক্ষার অন্তরদয়া কার্ড থাকা পরিবারের কাছ থেকে প্রতি মাসে কয়েক কিলোগ্রাম চাল আত্মসাৎ করে যাচ্ছেন।
এমনকি সাধারণ গ্রাহকদের মাথা পিছু চাল পাচঁ কেজির পরিবর্তে চার কেজি করে বিতরণ করে যাচ্ছেন।
ভূক্তভোগী জনসাধারণের অভিযোগ, সরকারি নির্দেশ অনুসারে বিনামূল্যে রেশন দেওয়ার কথা থাকলেও কেন এই টাকার খেলা চলছে?