মিঠুন বড়ুয়া, মার্গেরিটা গণআওয়াজ : লিডুর অবৈধ কয়লা খনিতে এবার দুৰ্ঘটনায় পড়ল কয়লা আনতে যাওয়া নাম্বারপ্লেট বিহীন একটি মেক্স গাড়ি।
গুরত্বর আহত গাড়ির চালক ও হেণ্ডিমেন দু’জনই। আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ডিব্ৰুগড়ে পাঠানো হয়।
অভিযোগ অনুসারে লিডুর কুখ্যাত কয়লার চোরা কারবারি জনৈক গণি এবং বগি মালিকানাধীন অবৈধ কয়লা খনি পাটকাই পাহাড় থেকে কয়লা আনতে গিয়েছিল এই গাড়িটি।
কিন্তু কয়লা বোজাই করতে যাওয়া এই গাড়ি নিয়ন্ত্ৰণ হারিয়ে পাহাড়ের উপর থেকে গভীর খাদে পড়ে যায়।
ফলে গাড়ীর চালক এবং হেণ্ডিমেন দু’জনই গুরত্বর আহত হয়।
তাদেরকে প্রথমে মার্গেরিটা অসামরিক চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হলেও অবস্থা গুরত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ডিব্ৰুগড় মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
উল্লেখ্য যে, বর্ষা শেষ হতে না হতেই লিডু পাটকাই পাহাড়ে কয়লা পাচারে তৎপর হয়ে উঠেছে চোরা কারবারিরা।
যার ফলে বিভিন্ন সময় রেটহল মাইনিংয়েও অনেক শ্রমিককে করুণভাবে মৃত্যুকে আঁকড়ে নিতে হচ্ছে। যদিও এসব ধুরন্ধর প্ৰকৃতির কয়লা মাফিয়ারা শ্ৰমিকের মৃত্যুর মত অনেক ঘটনা প্রকাশ্যে আসছে না।