ব্যুরো রিপোর্ট, গণআওয়াজ হাইলাকান্দি : মূখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানে লাখপতি দিদি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চনার প্রতিবাদী আন্দোলনে কাঁপলেন হাইলাকান্দি।
কৈয়া বাগান থেকে শুরু করে লালা, হাইলাকান্দি শহর দিদিদের দফায় দফায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠে। গা ঝাড়া দিয়ে বঞ্চনার প্রতিবাদে বিক্ষোভে সামিল হন শতশত মহিলা।
সামনে থেকে আন্দোলনের নেতৃত্ব দেন কৈয়া পয়লা টিলার বানুয়ারি লাল প্রাইমারি ভিও-র সভানেত্রী প্রিয়া রায়। লাখপতি দিদি প্রকল্পের সুবিধা পেতে গাটের কড়ি খরচ করে আবেদন করেন মহিলারা।
কিন্ত প্রকল্পের সুবিধাপ্রাপকের তালিকায় কৈয়া এলাকার শত শত আবেদনপ্রার্থীর নাম নেই বলে তাদের অভিযোগ। লাখপতি দিদি প্রকল্পের সুবিধা দেওয়ার দাবিতে লালা ডেভেলপমেন্ট ব্লকের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন শত শত মহিলা।
সামিল ছিলেন কৈয়া দক্ষিণ লাইনের সূর্যমূখী ভিও-র সভানেত্রী কৈশল্যা রবিদাস, জংগলী টিলার স্বপ্না প্রাইমারি ভিও-র সভানেত্রী প্রমুদিনী রাজওয়ার, কৈয়া বাগান নারী উন্নয়ন ভিও-র সভানেত্রী চান্দমতি বিন, কৈয়া বাউণ্ডারীর নবপ্রেরণা ভিও-র সভানেত্রী সরস্বতী নুনিয়া সহ শত শত মহিলা।
তারা লালা ব্লকের প্রোগ্রাম ম্যানেজারের কাছে গিয়ে লাখপতি প্রকল্পের সুবিধা প্রাপক তালিকা থেকে আবেদনপ্রার্থীদের নাম বাদ পড়ার জবাব দাবী করেন।
জবাবে বিপিএম জানান এব্যাপারে তাঁর কিছু করার নেই। এখান থেকে মহিলারা হাইলাকান্দি শহরে এএসআরএলএম কার্য্যালয়ে ছুটে যান।
প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর এএসআরএলএম-র ডিপিএম সৌমিত্র দে-র সঙ্গে দেখা করে লাখপতি দিদি প্রকল্পের সুবিধাপ্রাপকদের তালিকায় নাম না থাকার কারণ জানতে চান।
এক সময় মহিলারা ক্ষুব্ধ হয়ে হাইলাকান্দি এএসআরএলএম-র কার্য্যালয় উত্তপ্ত করে তুলেন। তারা বিজেপি সরকার হঠাও শ্লোগানও দেন।