শিলচর ২০ ডিসেম্বর : শিলচরের অনতিদূরে কাঞ্চনপুর লক্ষ্মীটিলায় রক ক্লাইম্বিঙের একটি জবরদস্ত মহড়া করল এক্সপ্লোরার ক্লাব।
শরীরের গঠন, সুঠাম স্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে এ ধরনের কর্মসূচি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করেন ক্লাবের কর্মকর্তারা।
রবিবার সকাল থেকে ক্লাবের বেশ কয়েকজন সদস্য রক ক্লাইম্বিং এর মহড়ায় অংশ নেন।
পরে সংবাদমাধ্যমের সঙ্গে আলোপচারিতায় ক্লাবের অন্যতম কর্মকর্তা বলেন, রক ক্লাইম্বিং যথেষ্ট ঝুঁকিপূর্ণ হলেও এটাকে আমরা একটা গেম হিসেবে ধরে নিয়ে থাকি।
এতে অংশ নেওয়ার ক্ষেত্রে বয়সের কোন বাধা ধরা গন্ডি নেই।
শুধুমাত্র সুঠাম স্বাস্থ্যের অধিকারী হতে পারলেই এতে অংশ নেওয়া সম্ভব।
উল্লেখ্য যে চিকিৎসক কুমারকান্তি দাস (লক্ষণ দাস) এর নেতৃত্বে ১৯৮৯ সালে সংগঠনের স্থাপনা করা হয়।
পরবর্তী সময়ে ভুবন পাহাড়ে এ ধরনের মহড়ার আয়োজন করা হয়েছে। কিন্তু সেখানে উগ্রপন্থীদের সমস্যা থাকায় সেই জায়গা ছেড়ে দেওয়া হয়েছে।
সংগঠনের সঙ্গে বরাক উপত্যকা ছাড়াও ত্রিপুরা, মিজোরাম ও মনিপুর সহ উত্তর-পূর্বের বিভিন্ন অঞ্চলের মানুষ জড়িত রয়েছেন।
এদিন চিকিৎসক কুমারকান্তি দাস নিজে উপস্থিত থেকে সংস্থার কর্মকর্তাদেরকে উৎসাহিত করেন।